পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । \じ\○ প্রশ্ন থাকে আমাদিগকে এক গিনি অর্থাৎ দশ তঙ্ক মুল্য মুদ্র পারিতোষিক দিলে উক্ত প্রশ্নের উত্তর দিব। এক দিবস রাজা নির্জনে বিষন্নমনে বসিয়া রহিয়াছেন, ইতমধ্যে রাণী উপস্থিত হইয়া কহিলেন, মহারাজ ! আপনাকে অদ্য কেন বিমর্শ দেখিতেছি, তিনি কহিলেন, রাজ্ঞি ! আমার এই অত্যন্ত দুঃখ যে আমি পুরী পরিত্যাগ করিলেই দৃষ্টিহীন হই, কিন্তু ইহার কোন উপসামক ঔষধি পাই নাই, মহিষী কহিলেন, আপনি যদি অনুগ্রহপূর্বক অধিনীর পরামর্শ গ্রহণ করেন, তবে আমি ব্যক্ত করি, রাজসভাস্থ সপ্ত সভাপণ্ডিতের আপনার উপর কর্তৃত্ব করিয়া রাজকায সম্পদান করিতেছে, আমার বোধ হয় উহারাই আপনাকে এই দুরবস্তাগ্রস্থ করিয়াছে, অতএব তাহাদিগের ভয় প্রদর্শনপূর্বক বলুন, যে আমার এই উপস্থিত পীড়া শান্তি না করিলে তোমাদের সকলেরই প্রাণ সংহার করিব | অনন্তর রাজ মহিষীর মন্ত্রণাহুসারে তাহদের প্রতি কহিলেন, আমার এই চক্ষুর পীড়া উপসম না করলে তোমাদের সকলকে হত করিব, ইহাতে তাহার কহিল, মহারাজ ! একপক্ষ সময় পাইলে আমরা অনুসন্ধান করিয়া দেখি, পরে রাজ সম্মত হইলে তাহারা নিতান্ত নিরুপায় দেখিয় ভেষজ অন্বেষণার্থ সাম্রাজ্য ভ্রমণ করিতে লাগিল, এবং পথিমধ্যে দেখিল, যে কতগুলিন বালক ক্রীড়া করিতেছে, ইতিমধ্যে এক ব্যক্তি স্বর্ণ গিনি হস্তে দ্রুত আগমনপূৰ্ব্বক কহিল, হে আচার্যগণ ! আমি গত নিশিতে এক স্বপ্ন দেখিয়ছি, অতএব ঐ স্বপ্ন এবং তাহার ফলাফল বল । ইহা শুনিয়া মারলিননামক এক বালক কহিল, আমি