পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)S সপ্তাচাৰ্য্য উপাখ্যান । তোমার নিকট কিছু গ্রহণ না করিয়া ঐ স্বপ্ন এবং তং ফলাফল বর্ণন করিতেছি, “গত রাত্রে তুমি স্বপ্ন দেখিয়াছ যে গৃহে বসিয় এমত তৃষ্ণাতুর হইয়াছ যে গৃহজাত সকল জল পান করিয়াও . তাহাতে তোমার তৃষ্ণ নিবারণ হইল না, ইতিমধ্যে ভবনমধ্যহইতে নিৰ্ম্মল স্নিগ্ধ বারি পরিপূর্ণ এক উৎস উলি, সেই বারিপান করবমাত্র তোমার পিপাস নিবৃত্তি হইল, পরে তুমি ঐ জল লইয়। পরিবারগণকে দিল, তাহারা পান করিয়া তব সদৃশ তৃপ্ত হইল, আর ঐ স্বপ্নের ফল এই যে তুমি অচিরে বাটতে গমন করিয়া যে স্থানে জলসিয় দেখিয়াছিলে সেই স্থানে গমন করিলে তাহা হইতে অসঙ্খ্য ধন পাইয় পরম সুখে কালযাপন করিতে পারিব।” অনন্তর ঐ ব্যক্তি মারলিনের মন্ত্রণানুসারে উক্ত স্থানে গমন করিব মাত্র অসঙ্খা স্বর্ণ প্রাপ্ত হইল, এবং তাহার কিয়দংশ মারলিনকে দিতে উদ্যত হইল কিন্তু মে এক মুদ্রাও গ্রহণ করিল না তদর্শনে অচির্যের সশ্চম্য হইয় কিয়ংক্ষণ চিত্রাপিতের ন্যায় দণ্ডায়মান থাকিয়া পরে কহিলেন, বৎস! তোমার বিদ্যা বুদ্ধি দেখিয় পরম পরিতোষ প্রাপ্ত হইলাম, আমাদের এক দুরূহ বিষয়ে প্রশ্ন আছে, মারলিন কহিল, মহাশয়ের ব্যক্ত করুন, অনন্তর তাহারা কহল, রোম রাজ্যেশ্বর রাজবাটীতে থাকিয়| সকল দেখিতে পান কিন্তু পুরী বহির্গত হইবামাত্র দৃষ্টিহীন হয়েন অতএব তুমি যদি তাহাকে এই পীড়াহইতে মুক্ত করতে পার তবে সমুচিত পারতোষিক প্রাপ্ত হইবে, মারলিন কহিল, আমি ইহার কারণ এবং উপসম উপায় উভয়ই জানি । পরে তঁাহার কুমার সংহতি রাজার নিকট উপস্থিত হইয়৷