পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । N)○ কহিলেন, মহারাজ ! এই শিশু আপনার অন্ধের কারণ, এবং প্রতিকার ভেষজ জানেন, রাজা বালকের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুমি কি আমার অন্ধের হেতু এবং শান্তির উপায় বলিতে সক্ষম হইবে ? মারলিন উত্তর করিল, মহারাজ ! আমাকে আপনার শয়নাগরে লইয়া চলুন, তথায় গিয়া ভাবদ্ধৃতান্ত জ্ঞাত করাইব, শয়নাগারে উপস্থিত হইলে মারলিন কহিল, মহারাজ ! আপনার পালঙ্গের শয্যা স্থানান্তর করুন এক আশ্চর্যা দেখাইতেছি, পরে পালঙ্গ উত্তোলন করিবামাত্ৰ দেখিলেন, এক কুপইষ্টতে পুননির্গত হইতেছে এবং তাহার চতুগি সপ্ত কুণ্ডেত বেষ্টিত রহয়ছে, তদুটে রাজা বিস্ময়াবিষ্ট হইলেন, মারলিন কহিল, এই কুপ ন গুস্ক হইলে আপনি কদাচ দৃষ্টি প্রাপ্ত হইবেন না, রজ কহিলেন, তাই কি প্রকার হইবে ? সে কহিল, মহারাজ ! ইহার কেবল এক উপায় আছে, রাজা কহিলেন, প্রকাশ কর, যদি অমর সাধ্য হয় তবে অবশ্য করিব, বালক কহিল, মহারাজ! এই কূপের সপ্ত কুণ্ড দপ্ত আচায্যের অল্পরূপ, তাহার প্রজাদিগের প্রতি প্রতিকূলতাচরণ করণথি আপনাকে এইরূপে অন্ধ করিয়াছে। তাহার কোন উপায়দ্বারা আপনকে অন্ধ করিয়াছে বটে কিন্তু ইহার উপসম ঔষধি জানে ন, অ এতব আমার আদেশানুসারে কৰ্ম্ম করিলে এই কৃপ শুস্ক হইবে এবং আপনিও দৃষ্টিপ্রাপ্ত হইবেন । “ মঙ্গরাজ আপনার এক পণ্ডিতকে আহবান করুন, সে উপস্থিত হইল তাহার শিরশেgদন করবেন, তাহা হইলে ইহার এক ও শুদ্ধ হইবে,” রাজা মারলিনের মন্ত্রণাতে তাঙ্গই করিলেন, এইরূপে এক সকলের মস্তকচ্ছেদন করিবামাত্র ঐ কূপ এবং সপ্তকুণ্ড তৎক্ষণং অদৃশ্য হইল এবং রাজা ও পূৰ্ববং দৃষ্টি প্রাপ্ত 奪