পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য উপাখ্যান। ७१ লেন, তোমাদিগের কুপরামর্শে মম অপত্য ঐ অকথা গৰ্হিত কাৰ্য্যে প্রবৃত্ত হইয়াছিল, এজন্য তাহাকে আমি নিশ্চয় নিধন করিব, শিক্ষক কহিলেন, হে চক্রেশ্বর ! ডাওক্লিসিয়ান যে মহিষীর সহিত এরূপ ব্যবহার করবেন ইহা আমার বোধগম্য হইতেছে না, অতএব স্ত্ৰৈণতাপ্রযুক্ত পৃত্রের প্রাণদণ্ড করিলে এক বৃদ্ধ সাধু এক যুবতীকে বিবাহ করিয়া যেরূপ বিপদগ্রস্থ হইয়াছিলেন আপনারও ততোধিক দুৰ্দশ ঘটিবে, রাজা কহিলেন, হে পণ্ডিতবর ! সেই সাধু এবং সাধুপত্নীর ইতিহাস বিস্তারিতরূপে বর্ণন কর, আচাৰ্য্য কহিলেন, আপনি যদি ডাওক্লিসিয়নের প্রাণদণ্ড স্তুকিত রাখেন তবে আমি সেই উপখ্যানের উপক্রম করি, অনন্তর রাজা সম্মত হইলে তিনি নিম্নলিখিত আখ্যায়িক অরম্ভ করিলেন । ইতিহাস । ○ এক নগরে এক বৃদ্ধ যোদ্ধকুলীন বাস করতেন, তঁহাকে জ্ঞাতিবর্গ সকলে বিবাহ করিতে অনুরোধ করিলে, অবশেষ তিনি সন্মত হইয়| অসামান্য রূপ লাবণযুক্ত এক রোমান দুহি তা বিবাহ করলেন । কিয়ংকাল পরে ঐ কন্যার মতা অসিয়া জিজ্ঞস করিল, বংসে ! তুমি এই পরিণীতাবস্থায় সুখে আছ কি না ? সে কহিল, জননি ! মুখের লেশমাত্র নাই, তুমি আমাকে পিতৃ বয়সাধিক যে পাত্রের সহিত পরিণয় দিয়াছ, তাহাতে আমি অন্য এক যুব। পুরুষের সহিত প্রণয় না করিয়া কদাচ জীবন ধারণ করতে পরিব না। প্রস্থ কহিল, কন্যা! এমত কুকৰ্ম্মে প্রবৃত্ত হইও না, দেখ আমি তোমার জনকের সহিত এতকাল বাস করিতেছি, ইহাতে আমার এরূপ দুমতি কখন হয় নাই। দুহিত। উত্তর করিল, घ