পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\&b" সপ্তাচার্য্য উপাখ্যান । মতঃ ! এ বড় আশ্চর্য্য নহে! কারণ তোমরা উভয় দম্পতি যুব এবং যুবতী থাকিয় পরম সুখে কাল যাপন করিয়াছ কিন্তু আমার দুরবস্থার কথা কি কহিব, স্বামী কেবল স্থাবর বস্তু সদৃশ শয়ন করিয়া থাকে, তাহার মাত কহিল, তনয়ে! তুমি যদি একান্তই একৰ্ম্মে প্রবৃত্ত হইবা, তবে কাহাকে ইহার উপযুক্ত পাত্র স্থির করিয়াছ তাহ বল, সে কহিল, জননি! আমি এক পুরোহিতকে নবযৌবন সমর্পণ করিতে করিয়াছি, উদগৰ্ব ধারিণী কহিল, তুমি এক ভদ্র কুলোদ্ধব ধন স্বামির প্রণয়ে পর্যখ হইয়। এক সীমান্য যাজকের প্রেমান্তর গিণী হইতে যে ইচ্ছা করিলা তাহার কারণ কি ? কন্যা কহিল, এক সংকুলোদ্ভব ধনী ব্যক্তি কিঞ্চিৎকাল পরে ভাগ করিয়া অবশেষ আমার এই কুযশঃ দেশে প্রচার করিবে কিন্তু পুরোহিত ব্যক্তি আপন মানমন্ত্রম রক্ষার্থ এবিষয় সৰ্ব্বদাই গোপনে রাখবে। তাহার জননী কহিল, বংসে অমর এক সন্দেহ এই যে বুদ্ধ হইলে প্রায় সকল ব্যক্তিই দ্বেষী এবং ক্রোধী হইয়। থাকে, কিন্তু তোমার স্বামির স্বভাব কিরূপ তাহা সবিশেষ জ্ঞাত নহি, অতএব প্রথমতঃ তিনি শান্তস্বভাব এবং দয়াদ্রিচণ্ড । কিনা, তাহ পরীক্ষা করা অত্যাবশক। কন্যা কহিল, মাতঃ তাহা কি প্রকারে পরীক্ষা করিব, সে কহিল, “ তোমার পতির উদানে এক মনোহর লরেল বৃক্ষ আছে ঐ মহীরুহ তাহার অতিপ্রিয়তম অতএব তাহা চ্ছেদন করিয়া তৎকাষ্ঠে এক অগ্নি প্রস্তুত কর পরে সাধু গৃহে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলে উত্তর করিব যে মহাশয় অত্যন্ত শীতা হইয়! আসিবেন জানিয়া এই বহ্নিকুণ্ড করিয়াছি, ইহাতে তিনি যদি তোমাকে ক্ষমা করেন তবে তুমি পুরোহিতের সহিত প্রেম করিও” যুবতী