পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচৰ্য্য উপাখ্যান । \óል নগর মাতার বুদ্ধি কৌশলের প্রতি অসংখ্য ধন্যবাদ করিয়৷ কহিল, আমি কলাই ইহা করব। পরদিবস তাহার স্বামী মৃগয়ায় গমন করিলে সে উদ্যান রক্ষককে কহিল, তুমি এই লরেল বৃক্ষচ্ছেদন কর, মম পতি মৃগয়াহইতে প্রত্যাগমন করলে এই কাষ্ঠজাত অগ্নিদ্বার তাহার শীত নিবারণ করিব, কিন্তু মালী অস্বীকার হইয়। কহল, “প্ৰভু সকল বৃক্ষপেক্ষা এই বিটপিকে অভ্যন্ত যত্ন করেন,ইহা আমি কদাচনষ্ট করিতে পরিব না"ইহাতে সাধুপত্নী ক্রুদ্ধ হইয় তাহাকে অশেষ তিরস্কার করিতে লাগিলেন, পরে স্বয়ং কুঠার গ্রহণপূর্বক শাখিকে সমূলে নির্মুল করিলেন, পরে প্রদোষকাল উপস্থিত হইলে তং শাখা খণ্ড করিয়া বৃহৎ বহ্নি প্রস্তুত করত পতির আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। মহাজন নিকেতনে আগমন করিয়া লরেল বৃক্ষজাত অগ্নি দর্শনে বিস্ময়াপন্ন হইলেন, পরে সন্দেহপ্রযুক্ত উদ্যান পারচারককে জিজ্ঞাস করলেন, “আমার মনোহর লরেল বৃক্ষতে | এনহে? মালী কহিল, প্রভু! সে এই বৃক্ষ, ইহাতে তিনি অত্যন্ত ক্রোধিত হইয়া কহিলেন, যে মম মনোরম মহীরুহের মূলোৎপাটন করিয়ছে, এইদণ্ডে তাহার সমুচিত দণ্ড বিধান করিব,” এই কথা শ্রবণে তৎপত্নী তটস্থ হইয় গৃহ প্রবেশপৃষ্ঠক পতিক কহিল, যদি আপনি প্রতিহিংসা করেন তবে আমিই ইহার প্রকৃত অপরাধনী কারণ আমি স্বহস্তে এষ্টতরু নষ্ট করিয়াছি, সাধু কহিলেন, তুমি এমন্ত গৰ্হিত কৰ্ম্ম কি নিমন্ত করল মে উত্তর করিল, আপনি এই দুরন্ত হেমন্তকালে মৃগয়াহইতে শীতপ্ত হইয়া আসিবেন এজন্য এই অগ্নি প্রস্তুত করিয়া রাখিয়াছ, তিনি কহিলেন, তুমি অত্যন্ত কুকৰ্ম্ম করিয়াছ, দেখ १ २