পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So সপ্তাচার্য্য উপাখ্যান । আমার গৃহে অন্যান্য কাষ্ঠ অনেক আছে, আর যদি তুমি উপবনের সকল বৃক্ষ নিৰ্ম্মল করত তাহাতেও আমার এতাদুশ দুঃখ হইত না, সে যাহা হউক, এক্ষণে নিরুপায়, এবার তোমাকে ক্ষমা করিলাম কিন্তু পুনৰ্ব্বার আমাকে এ প্রকার বিরক্ত করিও ন, মহাজনের ক্রোধ সম্বরণ হইলে দুষ্ট অহলদেসাগরে নিমগ্ন হইয়৷ এই সকল বিবরণ মাতার নিকট পরিচয় দিবীর জন্য ব্যগ্রচিত্ত রহিল। পরদিবস তাহার স্বামী মৃগয়ায় গমন করিলে সে তাহার মাতার নিকট আসিয়া পূৰ্ব্বাপর আবদৃত্তান্ত বর্ণন করিল, জননী কহিল, কন্যা ! ইহাতে আমি পরমাহলাদিত হইলাম, কিন্তু বৃদ্ধ লোকের স্বভাব সদসময় সমভাবে থাকে না, তাহার একবার ক্ষমা করিয়া পুনৰ্ব্বার দোষ দেখিলে তাহার দ্বিগুণ দণ্ড দেয়, অতএব আমার যুক্তি এই যে আর একবার তাহার স্বভাব পরীক্ষা করা উচিত, নন্দিনী কহিল, প্রসু ! আমি পুরোহিতের প্রেমাসক্ত হইয়াও এপর্য্যন্ত ধৈর্য্যাবলম্বন করিয়াছিলাম, কিন্তু এইক্ষণে অধৈর্য্য হইয়াছি, বুঝি তব অজ্ঞ আমাকে লঙ্ঘন করিতে হইল, জননী নন্দিনীকে নিতান্ত অধীরা দেখিয়া বহুfবধ বিনয় বাকো সস্তুনা করিয়া কহিলেন, বংসে! অমর অনুরোধে এবার পরীক্ষা করিতে হইবে, পরে তোমার মনে যাই। আছে তাহ করিও, সে কিঞ্চিৎকাল নিরন্তুরা থাকিয়া কহিল, সহিষ্ণুত মৃত্যু অপেক্ষাও ক্লেশদায়িনী হইলেও তোমার আজ্ঞামুসারে আমাকে থাকিতে হইল, এইক্ষণে কি প্রকারে তাহাকে পরীক্ষা করি তাহ ব্যক্ত কর, তিনি কহিলেন, তোমার স্বামির এক কুকুর আছে, তিনি তাহাকে প্রাণাধিক স্নেহ করেন অতএব ঐ স্থান লইয় তাহার সম্মুখে বধ কর, ইহাতে তিনি যদি