পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। 8) তোমাকে অনায়াসে ক্ষমা করেন তবে তুমি পুরোহিতের সহিত প্রেম করিও ইহাতে কোন বাধা নাই, কন্যা কহিল, এবারও তোমার আজ্ঞা লঙ্ঘন করিলাম না, ইহা বলিয়া উভয়ে স্বস্ব গৃহে গমন করিলেন। কিয়দিনানন্তর মহাজন প্রিয় কুকুরকে লইয়া পর্যটনস্পৃহায় গমন করিলে গৃহিণী শয়নাগার পরিস্কার করিয়া পর্যাঙ্কস্থশযোপর এক বহুমূল্য চাদর বিস্তৃত করিয়। রাখিলেন, পরে অগ্নিকুণ্ডের নিকট উপবিষ্ট হইয় পতির প্রত্যাগমন প্রতীক্ষা করিতে লাগিলেন, সাধু নিৰ্দ্ধারিত সময়ে বাটাতে আগমন করিলে কুকুরও তৎসহিত আসিয়া শয্যাপরি লম্ফ প্রদান করিয়া সমুদায় অপরিস্কৃত করল, তদর্শনে যুবতী তাহার দুই পশ্চাৎপদ ধরিয়৷ এমত বলপূৰ্ব্বক প্রাচীরে প্রক্ষেপ করিল, যে তাহার মস্তক এককালে চর্ণ হইয় গেল, ইহাতে মহাজন কোপে পরিপূর্ণ হইয় পীকে প্রহার করতে উদ্যত হইলে সে কহিল, দেখ এই উত্তম শয্যা সমুদয় কদমদার অপরিস্কত করিয়াছে, সাধু কহিলেন, তুমি কি জান না যে আমি শয্যাপেক্ষা কুকুরকে অধিক কিৰ্ম্মতীয় বোধ করি, তাহার স্ত্রী ছলপূৰ্ব্বক রোদন করিয়া কহিল, তোমার মনোদুঃখ দিয়া আমি সহস্ৰ আপরাধিনী হইয়াছি, ইহাতে হার কিঞ্চিং ক্ৰোধ সম্বরণ হইলে তিfন কহিলেন, এবারও তোমাকে ক্ষমা করিলাম, কিন্তু পুনৰ্ব্বার এ প্রকার বিরক্ত করিলে সমুচিত প্রতিফল পাইব । পরদিবস প্রভাতে দুষ্ট তন্মাতার নিকট উপস্থিত হইয়া আদান্ত সকল বর্ণন করিয়া কহিল, “দেখ মম স্বামির এমন্ত শান্ত স্বভাব, এইক্ষণে তব অনুমন্ত্যনুসারে যাজকের সহিত সুখ সম্ভোগ করিতে পারি” তাহাতে তোমার কোন বাধা নাই, তাহার মত ঘ ৩