পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S२ সপ্তাচার্য্য উপাখ্যান । মৌখিক অত্যন্ত আহলাদ প্রকাশ করিয়া কহিল, তনয়ে ! এইবার তাহার চরিত্র দেখ ইহাতে যদি জামাত এইরূপ থাকেন তবে আমি স্বীকার করিতেছি তব মতাবলম্বিনী হইয়াতুমি যাহা বলিবা তাহাই করিব, কন্যা কহিল, মাতঃ ! আমি অত্যন্ত অধীর হইয়াছি, সহিষ্ণুত করা যে কি পর্যন্ত ক্লেশ তাহ এক মুখে ব্যক্ত করিতে পারি না, কিন্তু তথাচ পতিকে পরীক্ষার্থ তব আজ্ঞাতুবৰ্ত্তিণী হইয়া তুমি যাহা বলিবে তাহাই করিব, জননী কহিল, আমি শ্ৰুত আছি, আগত রবিবারে সাধু ভব পতাকেও আমাকে এবং তাহার অন্যান্য বন্ধুবৰ্গকে নিমন্ত্রণ করবে, অতএব যৎকালীন নন। বিধ খাদ্যদ্রব্যে টেবিল পরিপূর্ণ হইবে ঐ সময়ে তুমি অতি গোপনে উক্ত টেবিল আচ্ছাদিত বস্ত্রে তব কটিদেশস্থ ঢাবী বন্ধন করিয়া রাখিব, পরে কোন কাৰ্য্যন্তর ব্যপদেশে দ্রুতগমন করিব, ইহাতে নিঃসন্দেহ ঐ টেবিল এবং তদুপরিস্থিত খাদ্যদ্রব্যে পরিপূর্ণপাত্ৰসকল পতিত হইবে, ইহাতে যদি তব ভর্ত অনায়াসে এই অপরাধ মাৰ্চনা করে, তবে আমি শপথ করিতেছি যে তোমার অভিপ্রেত অশাতে কদাচ বাধ| দিব না। উক্ত রবিবার আগত হইলে তাহার মত। পিতা এবং সাধুর অমীয়গণ নিমন্ত্রণে আইল এবং টেবিলও বহুবিধ মিষ্টান্ন অধারে শোভিত হইল,পরে যুবতী তাহার মাতৃমন্ত্রণানুসারে টেবিল আচ্ছাদক বম্বে ঢাবী বন্ধন করিয়া কোন বস্তু বিস্মৃতিচ্ছলে গাত্রেীথানপূর্বক ঝটিত গমনোদত হইবামাত্র টেবিল এবং টেবিলস্থ পাত্র সমুদয় ভূতলে পতিত হইল, তদৃষ্টি মহাজন কুপিতহইয়াও তাহার নিমন্ত্রিত বন্ধুগণের ভোজনে বাঘাত হইবার আশঙ্কায় তৎকালীন কোন প্রতীকর না করিয়া ধৈর্য্য হইয়া রহিলেন,