পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । SNS এবং ভূত্যবর্গকে টেবিল উত্তোলন ও পুনৰ্ব্বার দ্রব্য সামগ্রী আনয়নের আদেশ করলেন, আহারারম্ভে তাহাদিগের সহিত কৌতুকাহলদে দিনপাত করিতে লাগিলেন। পরদিবস প্রভাত হইবামাত্র সাধু এক নরসুন্দরের বাটতে উপস্থিত হইয়া তাহাকে জিজ্ঞাস করলেন, তুমি কি রক্ত মোক্ষণ করতে পার? সে কহিল, মহাশয় আমি অধিক কি কহিব, মন্থয্যের শরীরে যত শিরা আছে তাহ আমার অগোচর নাই, ংেশ্ৰবণে যোদ্ধৃকুলীন কহিলেন, তুমি আমার সহিত আইস, অনস্বর অন্তঃপুরে প্রবেশপূর্বক গৃহিণীকে কহিলেন তোমার শরীরের কিঞ্চিং শোণিত নির্গত করণীর্থ এই বিচক্ষণ ব্যক্তিকে অনিয়াছি, তদ্বণিতা বিস্ময় হইয়। কহিল, কি নিমিত্ত তুমি আমীর রক্ত মোক্ষণ করব? পরমেশ্বর কৃপায় আমি এক্ষণে সুস্থ এবং সবল আছি, তাহার স্বামী উত্তর করিলেন, তুমি অন্যন্ত বলરિકો হইয়াছ এজন্য সকলকেই যুণ এবং তুচ্ছ বোধ কর, এবং যৌবন মদে উন্মত্ত হইয়। আমার নিকট বরিষ্কার এইরূপ ব্যবহার করতেছ, তোমার কি স্মরণ নাই, যে উদ্যানের তাবদ্ধক অপেক্ষ আমার যে মনোরম লরেল মহীরুহ তাঙ্গাকে তুমি নির্মুল করিল, এবং তাহার কতিপয় দিবসনস্তর মম পুরীর }পশু শ্রেষ্ঠ জীবন সদৃশ যে শ্বা তাহাকেও নিধন করিল, আর গত কলা তুমি ভক্ষা দ্রব্য সহিত টেবিলনিঃক্ষেপ করিয়া আমাকে যে কিপর্যন্ত লজ্জিত করিয়াছ তাহা আমি প্রকাশ করি নষ্ট, অতএব এবার যদি তোমাকে সমুচিত শাসন না করি তবে তোমর উত্তর বৃদ্ধি হইবে এজন্য তোমাকে আরোগ্য করণার্থ এই সুবিজ্ঞ নরসুন্দরকে আনিয়াছি। ইহা শুনিয়া সাধুপত্নী বহুবিধ বিনয় বাক্যে কহিতে ল। e. o [क्रा,