পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । 8© তাৎপর্য্য । এই প্রস্তাব সমাপনানন্তর শিক্ষক কহিল, মহারাজ ! এই ইতিহাসদ্বারা প্রতীত হইতেছে যে স্ত্রীজাতির অসম্ভব আশাতে উন্মত্ত৷ হইলে, উক্ত আশাপূর্ণ করা যদি নিতান্ত দুরূহ হয় তবে শাসনই তাহদের যুক্তিসিদ্ধ ব্যবস্থা, সদ্ব্যক্তির অল্প দোষ গ্রহণ করেন না বটে, কিন্তু গুরুতর দোষ দেখিলে অবশ্যই তাহার প্রতীকার দিয়া থাকেন। সম্রাটের অদ্বিতীয় অঙ্গজকে নিধন করা অতি নিষ্ঠুর কৰ্ম্ম, আমি নিশ্চয় কহিতেছি, যে নৃপনন্দনের নিদোষত অনতিবিলম্বে প্রকাশ হইবে এবং যাহার। তাহাকে বধ{থ মন্ত্রণ দিতেছে তাহাদিগেরও দোষ গুপ্ত থাকিবে ন! | ইহা শুনিয়া রাজা নন্দনকে নিধন করি;ত নিযেধ করিয়| আচার্যাকে কহিলেন, তোমার উপাখ্যানের অনুরোধে অদ্য অপত্যক বধ করিলাম না । তিন জুন পণ্ডিতের কৌশলক্রমে এক র "' নিৰ্বংশ হই নাছিল, এই ইতিহাসন্ধর রাণী ভূপালকে পুনশ্চ পুপ্ৰাধে উৎসাহ প্রদান করেন ।

রাজকুমার বধ হয় নাই শ্রবণ করিয়া অভিমাননী জনককে এই সকল বাৰ্ত্ত জ্ঞাত করিবার জন্য পিত্রালয় গমনার্থ ছলে সহচরীগণকে যান আনয়নের আদেশ করিলেন, ইহা দেখিয় রাজতৃ
তার রাজসমীক্ষ নিবেদন করিল, মহারাজ ! মহিষা পিতৃগৃহে গমনেদ্যত হইয়াছেন, রাজা এই অসম্ভাবত গমনের অভিপ্রায় না জানিয়! স্বয়ং আন্তঃপুরে প্রবেশপুৰ্ব্বক মহিলাকে কহিলেন, আমার এপর্যন্ত জ্ঞান ছিল, তুমি এমত পতিপরা