পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮍ% সপ্তাচার্য্য উপাখ্যান । য়ণা যে আমাকে পরিত্যাগ করিয়া কোন স্থানে অবস্থিতি করিতে পার না । রাজ্ঞী উত্তর করিলেন, আপনি যাহা কহিতেছেন তাহ যথার্থ বটে, কিন্তু ধূৰ্ত্ত আচাৰ্য্যদিগের চাতুরীদ্বারা তব সৰ্ব্বনাশ স্বচক্ষে প্রত্যক্ষ করা অপেক্ষা বরং কৰ্ণে শ্রবণ করা ভাল, রাজা কহিলেন, প্রিয়ে ! এতদিবসবিধি একত্র থাকিয় অবশেষে অনাথ করও না, রাণী কহিলেন, নাথ! এ অপরাধ আমার নহে, রাজপুত্র আমার প্রতি অত্যাচার করিলে আপনি স্বীকার করিলেন, যে এমত তনয়কে অচিরে বিনাশ করিব, কিন্তু সে এপর্যন্ত আমার কলঙ্কের মূল কারণ স্বরূপ হইয়া জীবিত রহিয়ছে, রাজা কহিলেন, দেখ সীমান্য প্রাণি বধ করিতে হইলে তাঙ্গার আদ্যন্ত বৃত্তান্ত অবগত হইতে হয়, তাহাতে এরাজকুমার এবং আমার এক তনয়মাত্র বিশেষ বিচার করিয় তাহার প্রাণদণ্ড করিতে হয়, ইহাতে তোমার যুক্তি অনুসারে যাহা হয় তাহাই করিব, রাণী কহিল, মহারাজ ! আমি এক অদ্ভত উপাখ্যান আরম্ভ করি, অবধান করুন, ইহা হৃদয়ঙ্গম হইলে, আর শিক্ষকগণের গল্পে মনোনিবেশ করবেন না। ইতিহাস । রোমনগরে আকৃটভিয় নাম এক অসীম ঐশ্বর্যশালী রাজ বাস করিতেন, তিনি অত্যন্ত কাঞ্চন-প্রিয় ছিলেন, তাহার রাজত্ব সময়ে রোমানের নিকটস্থ সকল জাতিকে পরাভূত করিয়া তাহাদিগের প্রতি এমত অত্যাচার অরম্ভ করিল যে তাহারা সকলে একত্র মিলিত হইয়া রোমানদের প্রতিকূলে যুদ্ধ করতে উদ্যত হইল, কিন্তু বার্জিল নাম এক দৈবজ্ঞের কৌশলদ্বার তাহার| সকলেই পরাজিত হইল কারণ যখন ষে