পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তচর্য্য উপাখ্যান। 8१ জাতি রণ করতে উপক্রম করিত সে তৎক্ষণাৎ তাহ জ্ঞাত হইয় প্রকাশ করিত। এতদ্ভিন্ন তিনি এক বৃহৎমন্দির নিৰ্ম্মাণ করিয়া জগন্মগুলে যত দেশ আছে সেই দেশীয় লোকের প্রতিমূৰ্ত্তি স্থাপিত করিয়া তাহাদিগের প্রত্যেকের হস্তে এক একঘণ্ট রাখিয়াছিলেন,ইহার অভিপ্রায় এই, যে তত্ত্বদেশের লোকের তাহাদিগের বিপক্ষে যুদ্ধ করিবার উপক্রম করিবামাত্র সেই দেশের প্রতিমূৰ্ত্তির হস্তের ঘন্টাধ্বনি হইত, ইহা শ্রবণমাত্র রোমানের সুসজ্জিত হইয়। উক্ত অরিদিগকে অচিরে আক্রমণ করিত, এজন্য মণ্ডপস্থ সমস্ত লোকই রোমানদের প্রতি ভয় করিত। তিনি দীন দরিদ্রের উপকারীর্থ এক চিরস্থায়ী বহ্নি প্রস্তুত করিয়াছিলেন, সাধারণ জনগণ অত্যন্ত শীতত্ত্ব হইলে তৎসেবন দ্বারা শীত নিবারণ করত ঐ অগ্নির পাশ্বে পিত্তল নিৰ্ম্মিত এক মূৰ্বি ছিল, তাহার বাম হস্তে কোদণ্ড এবং দক্ষিণ হস্তে শর সন্ধান ছিল, আর উক্ত ধনুতে এই খোদিত ছিল, সৰ্ব্ব সাধারণে কতি স্তন বিবরণ। আমারে করিলে সপশ হইব। নিধন । હાફે भूडैि বহুকাল ছিল, অবশেষ এক মদ্যপ ভন্নিকট দিয়৷ গমন করিতে ঐ লিপি প্রতি দৃষ্টিপাত করিয়া মনে বিবেচন। করতে লাগিল, ইহার নিম্নে অসঙ্খ্য ধন আছে তাহার সন্দেহ নাই, একারণ সকলকে ভয় প্রদর্শনার্থ এই লিপিবদ্ধ করিয়াছে, ইহা নিশ্চয় করিয়া এমত বলপূৰ্ব্বক ঐ প্রতিমূৰ্ত্তিতে আঘাত করিল যে তাহা ভগ্ন হইয়া ভূতলস্থ হইল এবং হুতাশন এককালে এমত অদর্শন হইল যে তাহার চিহ্নমান রহিলন, তদৃষ্টি