পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । SᎼ কায় সম্মত হইলেন, রজনী উপস্থিত হইলে রাজার শয়নাগারে গমনকালীন গণকের কহিল, অধীশ্বর! আমাদিগের জ্যেষ্ঠ অদ মিীতে যে স্বপ্ন দেখিবেন তাহার ভাবার্থ পরশ্ব দিবস মহা:েক্তকে সবিশেয কহিব। নিৰ্দ্ধারিত দিন আগত হইলে আচার্যের অধিপতির নিকট উপস্থিত হইয়া কহিল, ভূপাল! আমরা নগরগ্রান্তে এক ধনকর নিদ্ধাৰ্য্য করিয়াছি, তদ্বারা বোধ হইতেছে যে পুরীমধ্যে অসীম হেম আছে, এই কথা শ্রুতিগোচর হইলে রাজা সন্তোষ চিত্ত স্বয়ং তাহাদিগের সংহতি গমন করিতে লাগিলেন পরে মে স্থানে তাহার স্বর্ণধার গুপ্ত করিয়া রাখিয়ছিল তগ্নিকটে আগত হইলেন । অনন্তর গণকগণ গ্রহনক্ষত্র পরিমাণ যন্ত্রদ্বারা উক্ত ভূমি নির্ণয় করির খনন করিতে কহিলেন, কিঞ্চিং খনন করিব মাত্র এক পত্র দৃষ্টিগোচর হইল, রাজা স্বয়? তাত উত্তোলন করিয়া দেখিলেন যে বুধগণের বাক্য যথার্থ বটে, পরে সভায় প্রত্যগমনানন্তর তাহদের সমুচিত পারিতোষিক প্রদান করিয়। বিবেচনা করিলেন যে এই পণ্ডিতগণের দ্বারা অচিরে কুলের সদৃশ ধনধিপতি হইব । পরদিবস প্রভাতে আর এক আচর্য্য কহিল, মহারাজ গতকল্য যে ধন পাইয়াছি, তদ্বিগুণ বিভব এই নগরমধ্যে আছে, অনন্তর মন্দির নিকট যে কাঞ্চন পত্র লুক্কাইয়। রাখিয়াছিল, সেই স্থানে খনন করিতে কহিল, এবং কিঞ্চিং খনন করিব,মাত্র, দুই সুবর্ণপূর্ণ কুম্ভ প্রাপ্ত হইল। ইহাতে পণ্ডিতেরা এমত রাজপ্রিয়ভাজন হইল যে পৃথিবী পাল তাহাদিগের পরামর্শব্যতীত কোন কার্য্য করতেন না \8