পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○の সপ্তাচার্য উপাখ্যান। এবং তাহাদিগের যথোচিত পুরস্কার করিয়া তৃতীয় পণ্ডিতের স্বপ্ন ফলের অপেক্ষা করিতে লাগিলেন, পরদিবস সুর্যোদয় হইলে উক্ত আচার্য্য অধিপতিসমীপে আবেদন করিল, মহারাজ এই সভার দ্বাত্রিংশৎ শক্ত হস্তান্তরে অসীম হেম আছে, এবং পূৰ্বোক্ত যন্ত্রদ্বারা ভূৰি পরিমাণ করিয়া কহিল, হে রাজন ! আপনার প্রতিমূৰ্ত্তিযুক্ত মন্দিরনিয়ে এই সকল ধন রহিয়াছে, রাজা তীত হইয়া কহিলেন, এই মন্দির রোমরাজ্যের সৌভাগ্যের মূল কারণ, সামান্য সম্পত্তি লোভে ইহা নষ্ট করিতে পারিব না, পণ্ডিত কহিল, আপনি যাহা কহিলেন তাহ অপ্রমাণ নহে, অপকৃষ্ট ধনতৃষ্ণ হইয় অমূল্য মন্দিরের মূলোৎপাটন করা উচিত নহে, কিন্তু যদি এই দেবালয়ের কোন অনিষ্ট ব্যতীত ঐ সম্পত্তি উত্তোলন করা যায় তবে তাহার কি হানি আছে, আমি নিশ্চয় কহিতেছি যে এমত সতর্কতাপুৰ্ব্বক এই বিভব বাহির করিব যে মন্দিরের কিঞ্চিৎমাত্র অপচয় হইবে না। ইহা শুনিয়া রাজা আহলাদপ্রবাহে নিমগ্ন হইয়া নিশীথ সময়ে খনন করিতে কহিলেন, অনন্তর তাহার রাজাক্তামুসারে উক্ত সময়ে মন্দির প্রবেশপুৰ্ব্বক যথাসাধ্য বুদ্ধিকৌশলদ্বার তাহার চতুৰ্লিগে খনন করিল, রজনী অবসর হইলে তাহার সত্ত্বর হইয়া শকটারোহণে স্বদেশে যাত্রা করিল এবং নগর পরি ত্যাগ করবমাত্র ঐ মন্দির ভগ্ন হইয়। ভূতলে পতিত হইল । এইরূপে রোমানদের সুখসম্পত্তির আকরম্বরূপ দেবাল হইলে তাহারা সম্ৰাটসমীপে উপস্থিত হইয়৷ ইহার কারণ জিজ্ঞাসু হইলে রাজ কহিলেন, তিন জন কৃতঘ্ন পণ্ডিত দৈবজ্ঞ বেশে আসিয়া আমাকে কহিল, যে মন্দিরের অধোভাগে