পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। CŞ ংখ্য ধন আছে, অতএব মন্দিরের কোন হানি ব্যতিরেকে ঐ সকল ধন উত্তোলন করতে পারি, পরিশেষ আমাকে এই প্রকার প্রবঞ্চনা করিয়া গিয়াছে, অনন্তর আচার্য্যের স্বদেশে উপনীত হইল ভূপতিবৃন্দ আনন্দ পয়েধি জলে মগ্ন হইয়। র্তাহাদিগকে সমুচিত পারিতোষিক প্রদান করলেন, এবং অবিলম্ব রোমনগরী আক্রমণ করিয়া রোমানদের পরাভব করিলেন ও আকৃটভিয়স্ দণ্ডধরকে ধুত করিয়া মারলিন দ্বীপের বিদ্যালয়ের শিক্ষক পদে নিযুক্ত করিলেন। এইরূপে চিরস্থিত বহ্নি নিৰ্ব্বেধ সুরাপের দ্বারা নিৰ্বাণ হইল ও মন্দির ও সুচতুর পণ্ডিত্ৰয়ের কৌশলক্রমে সমভূমি হইল এবং আর্টভিয় রাজ রাজ্যচ্যুত হইয়া অতিদীনসদৃশ দ্বীপে দিন পাত করিতে লাগিলেন। । ত:ং পর্ম্য। حم মহারাজ ! আপনি প্রতিমূৰ্কিযুক্ত মন্দির সদৃশ হইয়াছেন অতএব অপনি যাবৎ জীবিত থাকিবেন তাবৎ প্রজাবর্ণের কেহ অনিষ্ট করি:ত পারবে না, কিন্তু রাজপুত্র এবং সপ্তাচার্য্য অননাকৰ্ম্ম হইয়া কেবল মহারাজার প্রাণ সংহারের উপায় দেখিতেছে আর মগরাজার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্রতিমূর্তিস্বরূপ হইয়াছে, অতএব পণ্ডিতের ইন্দ্রিয়পঞ্চককে অবশ করিয়া রাজকুমারকে রাজ্যশ্বর করব, ভূপতি কইলেন, প্রয়ে ! তোমার উদাহরণে আমার জ্ঞান জন্মিল, এসময় সঙ্কটার্ণব উত্তীর্ণ হওনজন্য নন্দনকে নিঃসন্দেহ নিধন করিল, রাজী কহিল, তাহা ইষ্টদো বহুকালনিষ্কণ্টকে একাধগতা করিতে পরিবেন।