পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। ○○ ইতিহাস । হিপক্রিটিসনামক এক প্রসিদ্ধ বৈদ্য বিদ্যামুরাগ ও নিদান অস্থশীলনদ্বারা বিশেষ বিখ্যাত ছিলেন, তাহার ভ্রাতৃজ গলিএনসও তদ্রুপ বিদ্বান হইয়া উঠিলেন, ইহাতে তাহার পিতৃবাততোধিক বিদিত বৈদ্য হইবার সম্ভাবনায় শঙ্কিত হইয় তাহাকে সকল ঔষধ গোপন করিয়া রাখিতেন ইহা দেখিয় গলিএনস কায়িক পরিশ্রম স্বীকার করিয়া তত্তবং অমুসন্ধান করিতে লাগিলেন, সুতরাং তাহাতে তাহার খুড়ার বৈরভাব জন্মিতে লাগিল । •. এই সময়ে ইঙ্গরিদেশাধিপতি নৃপনন্দন পীড়িত হইলে রাজা হিপক্রিটিসকে আনয়নার্থ এক দূত প্রেরণ করিলেন, কিন্তু উক্ত চিকিৎসক বাদ্ধক্যদশাগ্রমুক্ত গমনে অশক্ত হইয়। গলিএনস্কে উপযুক্ত বোধে পাঠাইয়া দিলেন, অনন্তর তিনি রাজ্যে উপনীত হইলে রাজ ও রাণী বিহিত সন্মানপুরঃসর বসিতে আসন প্রদান করিলেন, পরে হঙ্গরিরাজ কবিরাজকে রাজপুত্রের নিকট উপস্থিত করিলে তিনি বিশেষরূপে সেই বিকারতুসন্ধান করিতে লাগিলেন, এবং রাস্ত্রীকে ৰিজন প্রকোষ্ঠে আহবান করিয়া কহিলেন, “ এই পুত্রের যথার্থ জনক কে? অর্থাৎ কাহার ঔরসে উহার জন্ম হইয়াছে,” রাণী বিস্ময় পাইয়া কহিলেন, ভূপত্তিব্যতীত এই তনয়ের তাত আর কেহইতে পারে? বৈদ্য কহিল, জনপতি ইহার প্রকৃত জমক নহেন তাহ। আমি নিশ্চয় জানিয়াছি, ইহাতে মহিষী কুপিত হইয়। কহিলেন, এমত বাক্য প্রয়োগ করিও না, গলিএণস্ কহিল, ভূমি যদি সত্য না কহ তবে আমি তোমার সন্তানকে আরোগ্য করিতে S 3