পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t8 সপ্তাচাৰ্য্য উপাখ্যান । পারিব না, ইহা বলিয় গমনোদ্যত হইলেন, নৃপপত্নী নিতান্ত নরুপায় হইয়া নিদানজ্ঞকে গোপন রাখিতে সত্য বদ্ধ করিয়া নম্নলিখিত আদ্যন্তবর্ণন করিতে লাগিলেন। “ আমি বহুকাল অপত্যবিহীন থাকিলে সকলে আমাকে বঙ্গ্য বলিয়া ঘৃণা করিতে লাগিল, ইহাতে আমি অত্যন্ত দুঃখিত হইয়া মনেং বিবেচনা করিলাম যে এই দোষ আমার কি পৃথিবীপতির তাহ পরীক্ষা করা উচিত, পরে এক দিবস এক কৃষক শস্য গৃহযাত করিতে বাটতে আইলে আমি তাহকে গোপনে আপনাহে আনিয়া মদনক্রীড়া সমাধা করিলাম এবং তাঁহাতেই আমার এই পুত্ৰ জন্মিল”। ইহা শুনিয়া গলিএনস্ ঈষৎ হাস্য করিয়া কহিল, ভূপপত্ত্বি তীত হইও না, আমি তোমার এ গুপ্ত কথা কদাচ ব্যক্ত করিব ন এবং তব অপত্যকে, অবশ্য আরোগ্য করিব। পরে যে ঔরসে রাজকুমারের জন্ম হইয়াছিল, তদুপযুক্ত নানা প্রকার ঔষধি ব্যবস্থা করিলে নৃপতনয় আরোগ্য পাইলেন, অনন্তর রাজারাণী উভয়ে অসখ্য ধন্যবাদ এবং সমুচিত পুরস্কার পুরঃসর বৈদ্যকে বিদায় করিলেন। গলিএনস্ বাটতে প্রত্যাগমন করিলেন, পরে হিপক্রিটস জজ্ঞাসা করিল, তুমি কিং ভেষজ ব্যবস্থা করিয়া ঐ বিকারের প্রতিকার করিলা, সে কহিল, মহাশয়! এই২ ঔষধি সেবন করাইয়াছিলাম, তাহার খুড়া কহিল, কেন, রাণী কি পতিব্ৰতা সতী নহে? গলিএনস্ কহিল, আপনি যাহ। কহিতেছেন তাহ অলীক নহে । হিপক্রিটস ইহাতে আহলাদিত না হইয়। বরং তাহার প্রতি দ্বেষ প্রকাশ করিতে লাগিলেন, এবং গোপনে নিধন করিবার