পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। ○○ জন্য এক দিবস তাহাকে উদ্যানে সমভিব্যাহারে লইয়া কহিলেন, “দেখ, এই বৃক্ষলতার অসীম গুণ অতএব ইহা উত্তোলন কর,” গলিএনস্ ভ়াহার আদেশানুসারে যৎকালীন ঐ লতা উন্নয়ন করিতেছিলেন, সেই অবসরে ঐ নিষ্ঠুর দ্বেষী বৃদ্ধ অকস্মাৎ অসি বাহির করিয়া তং প্রহারে তাহার প্রাণ সংহার করিলেন, এবং অবশেষে মৃত্তিক খনন করিয়া কবর দিয়া রাখলেন। কিয়ৎকালানন্তর হিপক্রিটিসের রক্তগতিসার পীড়া উপস্থিত হইলে তিনি নানা প্রকার ঔষধ সেবন ফরিতে লাগিলেন, কিন্তু কিছুতেই সেই বিষম বিকারের উপশম বোধ হইল না, তাহার পুৰ্ব্ব ছাত্রগণ শ্রবণমাত্র উপস্থিত হইয় তাহাকে আরোগ্য করণার্থে বহুবিধ উপায় চেষ্টা করিতে লাগিল, কিন্তু সকল বিফল হইল, পরিশেষে হিপক্রিটিস তাহার শিষ্যগণকে এক বারিপূর্ণ মৃত্তিকাপাত্রে এক শত ছিদ্র করিতে কহিলেন, তাহার তাহাই করিল, কিন্তু ঐ ছিদ্রদিয় এক বিন্দু জলও নির্গত হইল না, তদন্টে তিনি কহিলেন, বৃক্ষলতাতে আর কোন ফল দর্শিবে ন। অতএব তোমরা বৃথা পরিশ্রম করিতেছ, আমি নিতান্ত কৃতান্তগ্রাসে পতিত হইব। পরে সাত্ত্বিক ভাবের আবির্ভাব হইলে তিনি মনেই বিবেচনা করিলেন যে ভ্রাতৃপুত্রহত্য জন্য বিধাতা বিহিত দণ্ড বিধান করিয়াছেন, যদি সে জিবীত থাকিত তবে আমাকে অবশ্য আরোগ্য করিত ইত্যাদি পরিতাপ পরে পঞ্চস্বপ্রাপ্ত হইলেন । তাৎপর্য্য। এই আখ্যায়িকা সমাপ্ত করিয়া আচার্য্য কহিলেন, মহারাজ ! ইহাতে স্পষ্ট হইতেছে যে মনুষ্য ক্রোধান্ধহইয়।আশু কোন কার্য্যে