পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

↑Ꮼ সপ্তাচার্য্য উপাখ্যান । হস্তীর্পণ করিবে না তাহ হইলে অবশেষ তাহকে অমুতাপ করি তে হয়,যেমত হিপক্রিটিসের হইয়াছিল, আমি মহারাজকে বিন তি করিতেছি যে কাহার প্রতি কি কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন তাহা fবশেষ বিবেচনা করিবেন, আর এইক্ষণে যাহাকে অত্যন্ত অপ রাধিবোধ করিতেছেন পরিশেষ তাহার নিৰ্দোষত এবং গুণ জ্ঞাত, হইবেন, আপনি সৰ্ব্বগুণবিশিষ্ট শিষ্ট এবং সুবিজ্ঞ, অতএব বিবেচনা করিয়া কাৰ্য্য করবেন দেখুন বনিত বহু হইতে পারেকিন্তু এমত সুপণ্ডিত নম্র এবং দোষবর্জিত পুত্র আর হইবে না, আচার্য্যবাক্যে রাজার এমত অপত্যস্নেহ প্রবল হইল যে তিনি ডাওক্লিসিয়ানের দণ্ডক্স সে দিবস স্থকিত রাখিলেন। - এক রাঙ্গ তাহার সভাপণ্ডিতগণের প্রবঞ্চনীদ্বারা সবংশে নির্বংশ চইয়াছিলেন এই ইতিহাস কহিয়া মহিষী মহীপালকে পুনশ্চ অপত্যবধে উৎসাহিত করেন। মানবদিগের যে রূপ চঞ্চলচিত্ত তাহ পণ্টাএনস ভূপতিদ্ব: রাই প্রতীত হইতেছে, তিনি এক বিষয় দৃঢ় স্থির করিয়া বিপক্ষ বাক্যে পুনৰ্ব্বার নিরস্ত হইতেছেন। জোসিফসকর্তৃক নৃপকুমারের প্রাণরক্ষা শ্রবণ করিয়া রাণী ক্ৰোধে অধীর হইলেন, তদৃষ্টি রাজা কহিলেন, গ্রিয়ে! তোমা কে আজি কি নিমিত্ত এমন বিমনা দেখিতেছি,রাজী উত্তর কfরলেন, নাথ ! আমি রাজার এক কন্যামাত্র, তাহার আর দ্বিতীয় সন্তান নাই এবং রাজার ভার্য তথা আমাকে এই অপমান স্বীকার করিয়া থাকিতে হইল, রাজা কহিলেন, আমি এবিষয়ের