পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@b" সপ্তাচার্য্য উপাখ্যান । এরূপে কতিপয় মাস অতীত হইল, কিন্তু পারসিয়ানদের বলের ত্ৰাসত না হওয়াতে এবং যথোচিত খাদ্যদ্রব্য থাকাতে তাহ:দিগের তিন জন সুবিজ্ঞ পণ্ডিতের নিকট ইহার সৎপরামর্শ চাহিলেন । অনন্তর আচাৰ্য্যগণ যুক্তি করিল, যে কালডিয়ানের দেশের সমস্ত ধন আনিয়া এই হর নগরে রাখিয়াছে, অতএব রাজাকে প্রবঞ্চনা করিয়| এই অর্থ হস্তগত করিতে হইবে, মনেই এই সকল্প করিয়া ভূপালসমীপে আবেদন করিল, মহারাজ ! অল্পমতি হইলে আমরা শিবির পরিত্যাগপূর্বক প্রান্তরে যাইয়া ইন্টদেবের আরাধনা করি, তিনিগ্রসর হইলেই আমরা কালডিয়ানদের পরাভব করিবার সদসৎ যুক্ত পাইব, রাজা সন্মত হইয় কহিলেন, তোমরা ঐকান্তিক মনে ত্ৰিদশের অর্চনা করিব দেখ যেন কিঞ্চিৎ মাত্র ক্রটি হয় না। আচার্য্যগণ শিবির পরিত্যাগকালীন পারস্য ভূপতিকে কহিলেন, “মহারাজ ! যাবৎ আমরা না প্রত্যাগমন করি তাবৎ আপনি কালডিয়ানদের প্রতি অন্য কোন অত্যাচার না করিয়৷ কেবল চতুদিগে আক্রমণ করিয়া থাকিবেন,” অনন্তর বুধের ভুধরোপর আরোহণ করিয়া যামিনী প্রতীক্ষা করিতে লাগিলেন, এবং রজনী উপস্থিত হইলে পরে ঐ গুপ্ত সোপান দ্বার গমন করিতে লাগিলেন, প্রহরী দেখিয়া জিজ্ঞস করল, তোমরা কে এবং কি অতি প্রায়ে বা এখানে আসিয়াচ ? তাহার উত্তর করিল, আমরা রাজার স্বজন, বিশেষ প্রয়োজন নুসারে রাজার নিকট যাইতেছি অতএব তথায় লইয়া চল, পুররক্ষকগণ দেখিল যে কেবল তিন জন নিরস্ত্ৰধারী পুরুষ এজন্য কোন সন্দেহ না করিয় তাহদের সমভিব্যহারে রাজসমীপে উপ