পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। ©Ꮌ স্থত হইয় তাহাদিগের প্রার্থনা জানাইল, পরে নৃপতির সহিত সাক্ষাৎ করিয়া কহিল, মহারাজ ! আপনার সহিত বিশেষ গোপনীয় কথা আছে, তৎপরে এক নির্জনগৃহে প্রবিষ্ট হইয়া কহিল, মহারাজ ! আমরা এই নগরবার্সিদিগের দুঃখে দুঃখিত হইয় আপনার নিকট আসিয়াছি অতএব সমুচিত পূরস্কার পাইলে এই প্রবল শক্ৰহস্তহইতে পরিত্রাণ করিতে পারি, রাজা তাহীদের ধনলাভের অভিপ্রায়ে আসে নিশ্চয় করিয়া ত্রিংশং সহস্ৰ পাউণ্ড অর্থাৎ তিন লক্ষ মুদ্র প্রদান করলেন। পণ্ডিতের অর্থপ্রাপ্তে পরম সন্তোষ হইয় কহিলেন, মহারাজ ! আপনাদিগের অীর তীত হইবার আবশ্যক নাই আমরা পঞ্চদিবস মধ্যেই এই অসম বিপদহইতে মুক্ত করিব, এবং কি প্রকারে তাহারা কৃতকার্য্য হইলেন তাহা নিয়ে প্রকাশ করিতেছি । * হরনগরে এক বৃহৎ উচ্চ মন্দির ছিল, আচার্যের তদুপরি ংiহাদের অভিপ্রেত মানস পূর্ণ করিবার কল্পনা করিয়| এক প্রক{ণ্ড মূৰ্ত্তি নিৰ্মাণ করলেন এবং তাহাক নানা বর্ণের কঁচ দ্বারা আচ্ছাদিত করিয়া দুই স্বর্ণ পক্ষ এবং দুই করাল করবাল প্রস্তুত করিলেন, তৎপরে বৃহৎ বজ্রধ্বনি করণথ বারুদদ্বারা এক আশ্চৰ্য্য বাজী নিৰ্ম্মাণ করিলেন। এই সমস্ত প্রস্তুত হইলে দুই জন পণ্ডিত প্রত্যাবর্তন করল অপর এক জন ঐ সকল কৌশল সমাধা করণার্থ সেই স্থানে রহিল, পরদিবস প্রাতে উক্ত আচার্য মূৰ্ত্তিমধ্যে প্রবিষ্ট হইয়। দুই স্কন্ধে দুই স্বর্ণ পক্ষ, মস্তকোপরি এক হেম মুকুট এবং উভয় হস্ত রক্তবর্ণ অসি ধারণ করলেন, পরে ঐ অদ্ভূত বাজীতে অগ্নিপ্রদান করিবামাত্র এমত এক ভয়ানক শব্দ হইল