পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○o সপ্তাচার্য্য উপাখ্যান । ঘেন হরপুরী এককালে ভস্মসাং হইল, অনন্তর ঐ মন্দিরোপর আরোহণ করিয়া এমতরূপে দুই পক্ষ এবং অসিসঞ্চালন করিতে লাগিলেন, সৰ্ব্বসাধারণে বোধ করিল যে কালডিয়ানদের উপাস দেবতা স্বয়ং যুদ্ধার্থে আসিয়াছেন। পারসিয়নের এই অদ্ভত এবং আশ্চর্য্য ব্যাপারের কোন কারণ ন জানিয়া অতিশয় শঙ্কিত হইলেন, ইতিমধ্যে আচ’র্যাদয় নিঃশ্বাস প্রশ্বাস পরিত্যাগপূৰ্ব্বক রাজশিবিরে উপস্তিত সুষ্টয় কহিল, “মহারাজ ! আমরা সকলেই প্রাণ হারাইলাম,” রাজা ইহার কারণ জিন্দ্রসু হইলে তাহার কহিল, মহারাজ ! কি দেখিতেছেন কলডিয়ানদের রক্ষার্থ তাহাদিগের দেবতা স্বয়? স্বৰ্গহইতে অবতীর্ণ হইয়াছেন, অতএব আমরা ক্ষণকাল বিলয় করিলে সকলেই নিধন হইব এজন্য আমাদের শীঘ্ৰ পলায়ন কর কৰ্ত্তব্য হইয়াছে, নচেৎ ঐ দেবের ক্রোধানলে পতিত হইব, আমাদের এক আচার্য পূজার দ্বারা ইঁহাকে সান্থনা করিতে গিয় অকস্মাং বজ্রপাতে নিপাত হইয়াছেন, তদৃটে আমর ফ্রস্থ ও বিপদগ্রস্ত হইয় আপনাকে সম্বাদ দিতে অসিয়!ছি যদি আদা এই স্থান পরিত্যাগ না করেন তবে কাহারও নিস্তার থাকিবে না । শ্রবণমাত্র রাজ এবং অন্যান্য সকল পণ্ডিতগণের বাক্যে দৃঢ় বিশ্বাস করিয়া পলায়ন করিতে লাগিলেন, সুতরাং এক ঘন্টার মধ্যেই কালডিয়ানের বিপদ উত্তীর্ণ হইলেন এবং শত্রুদিগের পলায়ন দেখিয় পশ্চাংধাবন করিলেন হতবুদ্ধি পারসিয়ানের কালডিয়ানদিগের ত্ৰিদশকে পশ্চাদ্বর্তি বোধে চতুদিগে পলায়ন করিল। অনন্তর কালfডয়ানের। তাহাদিগের শিবির ও সমস্ত ধন