পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। やツ সংগ্ৰহ করিয়া নগরে প্রত্যাগমন করিলেন, এদিগে পণ্ডিতের প্রত্যাবৰ্ত্তনপূর্বক অন্য পথাবলম্বনে হর নগরী উপস্থিত হইলেন, কালডিয়ানের তাহাদিগকে যথোচিত পূৰ্ব্বকৃত অঙ্গীকারামুযায়ী পুরস্কার প্রদান করিলেন । এইরূপে স্বার্থপর কৃতঘ্ন আচার্যগণ অর্থলোতে পারস্য মহীপালের সর্বনাশ করিলেন। তাৎপর্য্য। মহারাজ ! এই কৃতঘ্ন স্বার্থপর পণ্ডিতেরা অর্থলোতে পারস্য মহীপালের যেরূপ সৰ্ব্বনাশ করিয়াছিল, সপ্ত আচার্য্য সেইরূপ কৌশল করিতেছে, উহারা আপনাকে বঞ্চনা করিয়া রাজপুত্রকে সাম্রাজ্যের অধিপতি করবে, রাজা কহিলেন, এবিপদ উদ্ধারহেতু কলাই পুত্রকে বধ করিব। পরদিবস প্রভাতে গাত্রোথান করিয়া রাজকুমারের মস্তক ক্ষুেদন করিতে আজ্ঞা দিলেন। ষষ্ঠম শিক্ষক ক্লিওফিস ডাওক্লিসিয়ানের প্রাণ রক্ষণার্থ (এক সাধু স্ত্রীপরতন্ত্র হইয়া তিন জন মহাঙ্গন ও এক উকীলের প্রাণ সAহার করেন) এই ইতিহাস আরম্ভ করিলেন । ক্লিওফিসনামক ষষ্ঠম শিক্ষক নৃপনন্দনের নিধন বাৰ্ত্ত অবগত হইয় অচিরাং রাজসভায় আগমনপূৰ্ব্বক পৃথ্বীপালকে প্ৰণাম করিলেন, রাজা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ৰোধ পূৰ্ব্বক কহিতে লাগিলেন, তোমরা আমার পুত্রকে লম্পট করিয়াছ, অতএব পুত্রসহিত তোমাদেরও প্রাণসংহার করিৰ, 5