পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ সপ্তাচাৰ্য্য উপাখ্যান। শিক্ষক কহিল, হে ভূপতে ! কিয়ংকাল ধৈর্যাবলম্বন করুন, রাজপুত্র এই অবশিষ্ট দিবসত্রয় অতীত হইলেই স্বয়ং বকৃত করিয়৷ এই অপবাদহইতে বিমুক্ত হইবেন, নচেৎ স্ত্ৰৈণতাপ্রযুক্ত পুত্ৰক বধ করিলে এক স্ত্রীপরতন্ত্র বণিক যেমন অশ্বের লেজে বন্ধি হইয়া নগর প্রদক্ষিণপূৰ্ব্বক ফঁাসি প্রাপ্ত হইয়াছিলেন, আপনিও ততোধিক বিপদাপন্ন হইবেন, রাজা কহিলেন, আমি এই ইতিহাস শ্রবণে অতিমাত্র ব্যগ্র হইয়াছি অতএব ইহার উপক্রম কর। के डिझ;म । রোমাধিপতি এক মহীপালের অতিপ্রিয়তম তিন জন মন্ত্রী ছিলেন, এবং ঐ নগরবাসি কোন বণিকের পরমসুন্দরী এক পত্নী fল, মহারাজার সদৃশ তিনিও আপন ভাৰ্য্যাকে প্রাণাধিক স্নেহ করতেন, ঐ যুবতীর এমত আশ্চৰ্য্য স্বর ছিল যে তাহ শ্রবণমাত্ৰ সকলেই মোহিত হইত, এক দিবস এক মন্ত্রী অশ্বরোহণে ভ্রমণ করিতে ঐ বণিকপীর মধুর স্বর শ্রবণে স্মর শরে পীড়িত হইলেন এবং তাহার সন্নিহিত হইয়া কহিলেন, প্রিয়ে ! আমি তোমাকে দেখিয়া অবশেfন্দ্রয় হইয়াছি, অতএই তোমার সহিত এক যামিনী যাপন করতে ইচ্ছা করি, তুমি কি প্রার্থনা কর, সে উত্তর করিল, আমি এক সহস্র মুদ্র চাহি মন্ত্রী তাহতেই সম্মত হইয়া কহিল, আমাকে নিদ্ধারিত সময় দিষ্ট করিয়া কহ, যুবতী কহিল, আমি উপযুক্ত সময় দেখিয় তোমাকে সমাচার পাঠাইব, পরদিবস যখন ঐ স্ত্রী ডাহার নিদিষ্ট স্থানে বসিয়া গান করিতেছিল, সেই সময়ে দ্বিতীয় মন্ত্রী যাইতে তাহার মধুর স্বরে মুগ্ধ হইয় এক সহস্র মুদ্র প্রদানে স্বীকৃষ্ণ