পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান । やNめ হইলেন, তৃতীয় দিবসে তৃতীয় মন্ত্রী আসিয়া উক্ত মুদ্র দিতে সম্মত হইলেন কিন্তু অমাত্যগণ এবিষয় এমত গোপনে রাখিয়ছিলেন যে পরস্পর কেহই ইহা জানিতেন না। অনন্তর বণিক বণিতা আপনি স্বামিকে কহিল, নাথ! আপনার সহিত আমার এক বিশেষ গোপনীয় কথা আছে, মম মন্ত্রণামুসারে কার্য্য করিলে পরম সুখে দিনপাত করিতে পরিবেন, পরে তাহার স্বামী সৰ্ম্মত হইলে সে কহিল, রাজার তিন প্রিয় মন্ত্রী আমার প্রেমে পতিত হইয় প্রত্যেকে এক সহস্র মুদ্র দিতে স্বীকৃত হইয়াছেন, কিন্তু এবিষয় পরস্পর কেহই জ্ঞাত নহেন, অতএব সতীত্ব ধৰ্ম্ম নষ্ট না করিয়া এই ধন গ্রহণ করিতে হইবে, ভগ্নিমিত্তে আমার পরামর্শ এই যে আপনি এক তীক্ষ তরবারি লইয় দ্বারদেশে দণ্ডায়মান থাকুন পরে তাহার একেই প্রবিষ্ট হইলে সকলের শিরশেছদন করবেন, তাহার পতি কহিল, প্রিয়ে! হত্যা কদাচ অপ্রকাশ থাকে না, অতএব ইহা প্রকাশ হইলে আমরা প্রাণ মান উভয়ই হারাইব, তাহার ভার্য্য কহিল, তুমি যদি ইহাতে শঙ্কিত হও তবে অামি স্বয়ং এই কার্য্যে প্রবৃত্ত হইল, ইঙ্গতে তাহার স্বামী অগত্য সম্মত হইলেন । নিদ্ধারিত সময় উপস্থিত হইলে পর, এক অমাত্য গুহান্তর্গত হইয়। উক্ত অর্থ দিবামত্র বণিক সেই খঙ্গাঘাতে তাহার প্রাণ সংহার করিলেন, অনতিবিলম্বে দ্বিতীয় মন্ত্রী উপনীত হইলে তাহাকেও বধ করিলেন, এবং তৃতীয় নৃপসচিবও তাঁহাদের অমৃগামী হইলেন, পরে তাহারা ঐ শব সকল এক নির্জন গৃহে লুঙ্গায়িত রাখলেন। এক নগরপালাধ্যক্ষ ঐ দুষ্টার ভ্রাতা ছিল, সে সঙ্গিগণ সংহতি b 3