পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y)8 সপ্তাচাৰ্য্য উপাখ্যান । পুরী প্রদক্ষিণার্থ বহির্গত হইলে তাহার ভগিনী ডাকিয়া কহিল, ভ্রাতঃ ! তোমার সহিত আমার সবিশেষ কথা আছে, ইহা শুনিয়া প্রহরীপতি প্রহরীদিগকে বিদায় করিয়৷ কহিল, ভগিনি ! তো. মীর কি কথা আছে নির্ভয় হইয়া ব্যক্ত কর, অামার দুঃসাধ্য ন হইলে আমি অবশ্য করিব, যুবতী কহিল, গত কল্য আমার স্বামির এক আত্মীয় মহাজন তাহার সহিত সাক্ষাং করিতে আসিয়াছিল কিন্তু আমার রূপলাবণ্য মোহিত হইয়| কুবাক্য প্রয়োগ করিবাতে পতি ক্রোধানলে প্রজ্বলিত হইয় তাহাকে নিধন করিয়াছেন, কিন্তু ঐ শব গোপন করিবার কোন উপায়ন পাইয় গৃহতে রাখিয়াছি,সে কহিল,ভগিনি!তোমার ভীত হই বার আবশ্যক নাই, আমাকে একটা থলিয়া দেহ, আমি ঐ শবকে আচ্ছাদিত করিয়া টাইবর নদীতে নিঃক্ষেপ করিয়া আসি, তাহার দ্রুত স্রোতোদ্বারা এককালে সমুদ্রে পতিত হইবে, তাহ হইলে এবিষয় আর প্রকাশ হইবার সম্ভাবনা থাকিবে না । অনন্তর ঐ শব লইয়। উক্ত নদীতে নিঃক্ষেপ করিল, এবং প্রত্যাগমনপুৰ্ব্বক সহোদরার নিকটে উপস্থিত হইয়া কহিল, আমি সেই মৃত দেহ স্রোতস্বতীতে পরিত্যাগ করিয়! আসিয়াছি, বোধ হয় এতক্ষণ সরিৎপতিতে পতিত হইয়াছে, কিন্তু আমি অত্যন্ত ক্লান্ত হইয়াছি অতএব কিঞ্চিং সুরা দেহ পান করিয়া শ্রম नृत्व করি, ইহাতে তাহার স্বস মদিরা আনয়নছলে গৃহে প্রবিষ্ট হইয়া চিৎকার ছলে প্রত্যাবৰ্ত্তন করিয়া কহিল, ভ্রাতঃ ! আমি । আশঙ্কায় মৃত্যুপ্রায় হইয়াছি, “ যে শৰ তুমি নদীতে প্রক্ষেপ করিয়া আসিয়াছ, তাহ পুনৰ্ব্বার গৃহে দেখিতেছি,”ইহাতে তাহার সহোদর চমৎকৃত হইয়া কহিল, পুনর্মার আমাকে ঐ মৃতদেহ দেহ, এবার কি প্রকারে আইসে তাহ দেখিব, ইহা বলিয়া দ্বিতীয়