পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। V)(t মৃতমন্ত্রিকে প্রথম জ্ঞানে স্কন্ধে করিয়া নদীতীরে উপনীত হইল, এবং এক প্রস্তর বন্ধনপূর্বক গভীর জলে নিঃক্ষেপ করিল। পরে স্বসার নিকট আসিয়া কহিল, এবার আমাকে এক পত্রি সুরা দেহ, আমি সেই শবের গলদেশে প্রস্তর বন্ধনপুৰ্ব্বক গভীর বারিতে বিসর্জন করিয়াছি সে এবার কদাচ উঠিয়া আসিতে পারবে না, তাহার সহোদরা পূৰ্ববং সভয়চিত্তে গৃহ বহির্গত হইয়া কহিল,ভ্ৰাতঃ! সেই মৃত কলেবর সমুদ্রোথিত হইয় গৃহে উপস্থিত হইয়াছে, ইহাতে তাহার সহোদর পূর্বাধিক বিক্ষিত হইয়া কহিল, কি আমি দুইবার নিঃক্ষেপ করিলাম, তথাচ ইহা আসিয়াছে ! অতএব ও কেমন দানব তাহ দেখিব, এইবার তাহাকে আমার নিকট লইয়া আইম, ইহাতে তাহার স্বস্তৃতীয় মন্ত্রির শবকে আনয়ন করিয়া ভ্রাতৃহস্তে সমর্পণ করিল, তিনি তাহা প্রথম বোধে স্কন্ধে করিয়া নগরীস্তরে এক অরণ্যান্তরালে উপস্থিত হইলেন, এবং তথায় এক বৃহৎ বহ্নিকুণ্ড করিয়৷ তদুপরি তাহীকে নিঃক্ষেপ করিলেন ও যখন তাহ প্রায় ভস্মসাৎ হইল তখন তিনি কোন কাৰ্য্যন্তরে কিঞ্চিং দূরে গমন করিলেন, ইতি মধ্যে এক মহাজন অশ্বারোহণে অসিতেছিলেন, এবং অত্যন্ত শীতাৰ্ত্ত হইয় অগ্নিদর্শনে তন্নিকট উপস্থিত হইলেন, প্ৰহরপতির দৃষ্টিপথে পতিত হইলে তিনি জিজ্ঞাস করিলেন, তুমিকে? পথিক উত্তর করিলেন, আমি এক মহাজন, ইহা শুনিয়া নগর রক্ষকাধ্যক্ষ তাহাকে ভগিনীপতির অস্ত্রীয় মহাজন বোধে কহি লেন তুমি সেই মহাজন ! এইক্ষণে পিশাচ যোনিপ্রাপ্ত হই য়ছি, আমি তোমাকে প্রথমতঃ নদীতে নিঃক্ষেপ করিয়াছিলাম, দ্বিতীয়তঃ তোমাকে শিলা বন্ধনপূর্বক অগাধ নদীজলে বর্জন করলাম, এবং অবশেষে তোমাকে এই প্রজ্বলিত ভীষণ হুতা ס\ ס