পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ সপ্তাচার্য্য উপাখ্যান । শনপূর্ণ চল্লীতে নিঃক্ষেপ করিয়া বোধ করিলাম যে তুমি ভক্ষসাংহইয়াছ, কিন্তু তদ্বিপরীতে তুমি দণ্ডায়মান রহিয়াছ, ভাল এইবার তোমার প্রতীকারার্থ যথাসাধ্য চেষ্টা করিয়া দেখিব, ইহা বলিয়া অশ্বসহিত পন্থি মহাজনকে বলপূর্বক ধারণ করিয়া অগ্নিকুণ্ডে নিঃক্ষেপ করিল, এবং যে পর্য্যন্ত তাহার দেহ ভস্মরাশি না হইল, তাবৎ তিনি তন্নিকটে দণ্ডায়মান রছিলেন। ঐ দুষ্ট নারী এইরূপে বহু লম্পটের প্রাণ নষ্ট করিল, অবশেষ এক উকীল আসিয়া এক রজনী সম্ভোগ করণীর্থ ভিন সহস্র মুদ্র দিতে স্বীকৃত হইলেন, এবং ঐ নির্দিষ্ট দিবস আগত হইলে তিনি উপস্থিত হইয়া উক্ত তঙ্ক প্রদানানন্তর ইন্টসিদ্ধির ইচ্ছা করিলে তাহার স্বামী এক বৃহৎ যষ্ঠীর আঘাতে তাহার প্রাণ বধ করিল। অনন্তর সেই শব কিপ্রকারে গোপন করবেন তাহার পরামর্শ করিতে লাগিলেন এবং অবশেষ তাহাকে তাহার নিজগৃহে আনয়ন করত উপবিষ্ট করিয় রাখিলেন, উকীলের बक्रू এই ব্যপারের স্থত্র জানিতেন, তিনি গাত্রোথান করিয়া বন্ধুর অন্বেষণ করিতে লাগিলেন, পরিশেষ ঐ গৃহে প্রবিষ্ট হইয় দেখিলেন,যেন এক ব্যক্তি উপবিষ্ট রহিয়াছে এবং ক্রমশঃ নিকটবৰ্ত্তী হইয় বিশেষ বীক্ষণদ্বারা জ্ঞাত হইলেন যে সেই তাহার প্রিয় সখা, পরে তাহার নাম উল্লেখ করিয়া ডাকিতে লাগিলেন, অবশেষ উত্তর নপাওয়াতে তাহাক নিদ্রিত নিশ্চয় করিয়া তাহার বস্ত্র ধরিয়া টানিতে লাগিলেন, কিন্তু বসনে হস্তার্পণ করিবামাত্র সে ভূতলে পতিত হইলে পরে দেখলেন যে সে জীবিত নাই, ইহাতে ঐ বণিকের প্রতি সন্দেহ জন্মিলে তিনি তাহার মৃত বন্ধুকে স্কন্ধে