পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান । ७१ করিয়া তাহার বাটীর দ্বারদেশে উপবিষ্ট রাখিয়া আপনাহে প্রত্যাগমন করিলেন। হত্যাকারিণী প্রায় দুই প্রহর রজনীতে গাত্রোথন করিয়া কোন কাৰ্য্যন্তরে বহির্দেশে গমনার্থ উক্ত দ্বার মুক্ত করিবামাত্র মৃত উকীল তাহার সম্মুখে পতিত হইল, তদৃষ্টি সে তাহার পতিকে ডাকিয় দেখাইল, তিনি ঐ শবকে নদীতে নিঃক্ষেপার্থ গমন করিতে লাগিলেন, রাজপথে যাইতে দেখিলেন, যে কতকগুলিন মমুষ্য কথোপকথন করিতেই ইতস্ততঃ ভ্রমণ করিতেছে, তাহদের কথাদ্বারা নিশ্চয় করিলেন যে ইহার তস্কর হইবে। ঐ চোরের থলিয়াস্থ কোন দ্রব্য অনিয়াছিল, পরে অত্যন্ত মদির পিপাসু হইয় তাহ এক দোকানে মঞ্চোপরি রাখিয়। এক সরাইয়ে গমন করিল, চোরের যাবৎ না গমন করিল ভাবং তিনি লুক্কায়িত রছিলেন, পরে উক্ত স্থানে উপস্থিত হইয়া থলিয়। মোচন করিয়া দেখিলেন যে দুইখণ্ড শূকরের মাংস রহিয়াচে,ইহতে তিনি ঐ আমিষ বাহির করত উকীল শবকে তন্মধ্যে রাখিয়। স্বীয় সদনে প্রত্যাগমন করিলেন, বণিকপত্নী তাহার স্বন্ধে ঐ দ্রব্য দেখিয়া মনেই বিবেচনা করিল, যে উকীলকে বুলি প্রত্যানয়ন করিতেছে, পরে তাহার স্বামী গৃহে প্রবিষ্ট হইয় শূকর পলল দেখাইলে উভয়ে আহলাদত হইয়া যামিনী যাপন করিতে লাগিলেন । দস্থার পরিতেশষরূপে মদ্যপান করিল, কিন্তু এমত অর্থ নাই যে তাহার মূল্য দেয়, পরে সুরার অধ্যককে কহিল, মহাশয়! যদি আমাদের শূকরমাংস ক্রয় করেন তবে অল্প মূল্য লইয় আপনার ঋণ পরিশোধ করিতে পারি শুড়ি কহিল, ভাল, অ'ল