পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ゲ সপ্তাচার্য্য উপাখ্যান । য়ন কর, আমি তাহার যথার্থ মুল্য দিয়া গ্রহণ করিব, ইহান্তে অন্যতম তস্কর ঐ থলিয়া আনয়ন করিল, পরে তাহারা মুক্ত করিয়া দেখিল যে শূকরমাংসপরিবর্তে এক শব. রহিয়াছে তদৃষ্টে ঐ গুঁড়ি ও তাহার সকলেই চমৎকৃত হইল, চোরের মদ্যবিক্রেতাকে কহিল, মহাশয় ! ধৈৰ্য্য হউন, ইহার সকল বিবরণ আপনাকে জ্ঞাত করিতেছি, আমর। এই থলিয় যে মাংস ব্যবসায়ির গৃহহইতে অপহরণ করিয়া আনিয়াছি সেই স্থানে পুনৰ্ব্বার রাখিয়া আসিব, শুড়ি সংসর্গ দোষ বিপদ আশঙ্কায় সম্মত হইল, অনন্তর তাহার ব্যবসায়ির বাটীতে গমন করিয়া যে স্থানহইতে ঐ থলিয়৷ আনয়ন করিয়াছিল সেই স্থানে রাখিয়া অইল । পরদিবস প্রভাত হইলে ব্যবসায়ী তাহার ভূত্যকে ডাকিয় কহিল, তুমি শস্য লইয়া পেষণযন্ত্রে গমন কর, কিন্তু তাহার দাস ক্ষুধিত হইয়া প্রতির্ভোজন করণার্থ এক খণ্ড শূকরপলল অভিলাষী হইয়া ঐ থলিয়া মুক্ত করিল, পর তন্মধ্যে হস্ত দিবামাত্র উকীল শবের মস্তকে পতিত হইল, ইহাতে সে অত্যন্ত শঙ্কিতচিত্ত হইয়া চিৎকার করিয়া উঠিল, তং শ্রবণে তাহার প্রভু উপস্থিত হইয়| বিবেচনা করিল, যে কোন ব্যক্তি মাংস লইয়। এই মৃত্যুদেহ রাখিয়া গিয়াছ, অবশেষ ভূত্যকে কহিল, তুমি ইহা লইয়া পেষণযন্ত্রে গমন কর সময় পাইলে কোন স্থানে নিঃক্ষেপ করিব, তাহর দাস তাহাই করিল, কিন্তু মনুষ্যর গমনাগমন প্রযুক্ত সময় না পাইয়া সুতরাং পেষণযন্ত্রে উপনীত হইল এবং তথায় গিয়া দেখিল যে এক ব্যক্তি শকটোপরি কতকগুলিন শস্য ছাল লইয়। বিক্রয়ার্থ হটে গমন করিতেছে, কিঞ্চিং অন্ধকার থাকাতে সে তদুপরি ঐ থলিয় রাখিয়া তং পরিবর্তে