পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ●為 অন্য একটা লইল, অনন্তর আপনাহে রাখিয়া প্ৰভু ভবনে প্রত্যাগমন করিল। হটে উপনীত হইলে পর ঐ সব থলিয়ার সহিত শব থলিয়াও বিক্রয়ার্থ রহিল অনতিবিলম্বে বিধির নিৰ্ব্বন্ধক্রমে বণিক এবং বণিকপত্নী যাহারা উকীলের প্রাণবধ করিয়াছিল তাহারাই শস্য ক্রয়ার্থ হট্টে উপস্থিত হইল। বণিকপত্নী একটি থলিয়া মোচন করিয়া তাহা উত্তমবোধে ক্রয় করিলেন পরে ব্যবসায়িকে কহিলেন আমি আর এক বস্ত ক্রয় করিব, ইহাতে ব্যাবসায়ী কহিল, আমার সকল বস্তাই এক প্রকার আপনার যাহাতে অভিরুচি হয় তাহাই গ্রহণ করুন, বণিক ভাৰ্য্যা শবযুক্ত থলিয়ায় হস্ত দিবামত্র মৃত উকীলের কেশ হস্তে পতিত হইল, ইহাতে বিক্রেতাকে কহিল, তুমি কি আমাকে প্রতারণা করিতেছ ইহা পুৰ্ব্ববং উত্তম শস্য নহে, তৎপরে বিশেষ পরীক্ষার্থ কিয়দংশের শস্য বাহির করিতে উকীলশবের মস্তক দৃষ্টিগোচর হইল, তদৃষ্টে বণিকক ডাকিয়া কহিল, স্বামিন! আপনি যে উকীলকে বধ করিয়াছিলেন এ সেই উকীল দেখিতেছি, এই কথা সকলের কর্ণগোচর হইলে তাহার বিচারপতির নিকট আনীত হইল এবং বিচারানুসারে বধৰ্হ দোষী হইলে তিনি তাহদের বধার্থ আজ্ঞা প্রদান করিলেন । তাৎপর্য্য । মহারাজ ! স্ত্রীজাতির কিরূপ ব্যবহার তাহ এই ইতিহাসদ্বার প্রতীত হইতেছে দেখুন ঐ স্ত্রী আপন সতীত্ব ধৰ্ম্মরক্ষার্থ ততোধিক অপকৃষ্ট অধৰ্ম্ম করিল অতএব মমুষ্যের কৃত্রিম ধৰ্ম্ম দেখিয় সম্পূর্ণ বিশ্বাস কর উচিত নহে রাজা কহিলেন, তোমার অমু