পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । q} অবধান করুন, ইহাঙে আমাদের উভয় মঙ্গল হইতে পরিবে: ইহা বলিয়া পশ্চাৎ প্রকটিত উপাখ্যানের উপক্রম করিলেন। ইতিহাস । এক দেশের এক রাজার প্রাণাধিক প্রিয় এক পত্নী ছিল, তিনি সন্দেহগ্রযুক্ত তাহাকে এক দৃঢ় অট্টালিকায় রুদ্ধ করিয়া রাখতেন, এই সময়ে এক বীর যোদ্ধৃকুলীন স্বপ্ন দেখিলেন যেন এক অনুপমা নৃপকামিনী পাইয়া অভ্যন্ত সন্ত্রান্ত হইয়াছেন। এই স্বপ্নে তাহার এমত বৈমনস্ক জন্মিল যে তিনি তাহকে স্বচক্ষুতে প্রত্যক্ষ করণার্থ বিরাগী হইয়। ভ্রমণ করিতে লাগিলেন, রাণীও ঐ সময়ে যোদ্ধৃকুলীনকে স্বপ্নে দেখিলেন, কিন্তু পরস্পর কাহারও সহিত কোন কালে সক্ষাৎ হয় নাই । এইরূপে যোদ্ধকুলীন যুবতীর অমুসন্ধানাথ নানা দেশ ভ্রমণ করিয়া পরিশেষে মহিষী যে নগরে কারারুদ্ধ আছেন তথায় উপনীত হইলেন, একদিবস যোদ্ধা যখন রাণীর অট্টালিকার নিকট দিয়া গমন করিতেছিলেন, তখন তাহাকে গবাক্ষহইতে দেখিবামন্ত্র নৃপপত্নীর স্মরণ হইল যে আমি যাহাকে স্বপ্নে দেখিয়াছিলাম সে এই ব্যক্তিই হইবে, এবং যোদ্ধা উদ্ধদৃষ্টি করিয়া দেখিলেন, যে সুপ্তাবস্থায় যাহাকে দেখিয়ছিলাম সে যে এই রমণী হইবে তাহার সন্দেহ নাই, অনন্তর যুবতী এক লিপি লিখিয় নিম্নে নিঃক্ষেপ করিলেন তিনি তাহ উত্তোলন করত পাঠ করিয়৷ অভি. প্রেত মানস জ্ঞাত হইলেন এবং তাহার গৃহে প্রৰিষ্ট হওনার্থ অহৰ্নিশি চিন্তাকুল রহিলেন। এই বীর যোদ্ধা অস্ত্রবিদ্যায় অদ্বিতীয় ছিলেন এবিষয় রাজার কর্ণগোচর হইলে তিনি তাহাকে প্রধান মন্ত্রপদে নিযুক্ত করি