পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ সপ্তাচার্য্য উপাখ্যান। লেন, এবং সৰ্ব্বদ প্রয়োজন হইবে জানিয়া মহিষীর মন্দিরের প্রাচীর নিকট এক অট্টালিকা নিৰ্ম্মাণ করিতে আদেশ করলেন। যোদ্ধৃকুলীন একবিচক্ষণস্থপতিকে গোপনে ডাকিয়৷কহিলেন, তুমি যদি রাণীর মন্দির প্রবেশ হইবার এক দ্বার নির্মাণ করিতে পার তবে তোমাকে সমুচিত পুরস্কার করিব, অনন্তর সে ঐ দ্বার প্রস্তুত করিলে বিহিত পারিতোষিক প্রদান করিয়া প্রকাশ হওন শঙ্কায় তাহাকে অন্য একদেশে পঠাইয় দিলেন। অনন্তর রাণীর অন্তঃপুরে প্রবেশিয়া উভয়ে অপরাপর কথোপকথন করিয়া অবশেষ পরস্পরের স্বপ্লের আদ্যন্ত বর্ণন করিলেন, এবং রজনী উপস্থিত হইলে তিনি মহিষীর সহিত সম্ভোগ ইচ্ছা করিলে যুবতী স্ত্রীজাতির স্বভাবাহুসারে প্রথম অসম্মত হইয়। পরে সম্মত হইলেন। রজনী প্রভাত হইলে তাহার প্রত্যাগমনকালীন মহিষী প্রণয় স্মরণার্থ নিজ বিবাহাঙ্গুরীয়ক প্রদান করিলেন,রাজাকৃতঘ্ন মন্ত্রির এরূপ বিরূপ ব্যবহারের বিন্দু বিসর্গও না জানিয়া তাহাকে কৰ্ম্মাধ্যক্ষ এবং সেনাপতিপদে নিযুক্ত করিলেন। এক দিবস রাজা মৃগয়ায় গমনাভিলাষে সেনাপতিকে সমভিব্যাহারে লইয়া বনে গমন করিলেন, এবং নানা প্রকার বন্যপশু হিংসায় দিনপাত করিয়া অবশেষ শ্রমদূরকরণার্থ এক প্রশ্রবণ নিকটে বসিলেন, সেনাপতিও ভূপতির দক্ষিণপার্থে বসিলেন এবং শ্রমপ্রযুক্ত কিয়ংকাল পরে নিদ্রিত হইলেন, রাজা মহিষীর অঙ্গুরীয়ক মন্ত্রিহস্তে দেখিয়া অতিশয় বিস্ময় প্রাপ্ত হইলেন, সেনানী নিদ্রোথিত হইয়া মনে২ বিবেচনা করিলেন বোধ হয় অধিপতি ঐ অঙ্গুরীয়ক দেখিয়াছেন, অতএব ইহার উপায় কি।