পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। ৭৩ পরে রাজাকে কহিলেন, মহারাজ ! আমার বিষম পীড়া উপস্থিত হইয়াছে অতএব শীঘ্র সদনে গমন না করিয়া যদি এই বিকারের প্রতীকর না করি তবে আমার নিশ্চয় মৃত্যু হইবে, রাজা কহিলেন বয়স্য ! তুমি অচিরে গৃহে গমন কর, আর তোমার আরোগ্যহেতু আমার রাজ্যের যে বস্তু প্রয়োজন হইবে তাহাই লইব, কদাচ ক্রট করিব না। অনন্তর সেনাপতি পৃথ্বীপতির নিকট বিদায় লইয়। রাঙ্গীর নিকটে উপনীত হইলেন এবং কহিলেন, প্রিয়ে ! এই অঙ্গুরীয়ক গ্রহণ কর বোধ হয় মম সুপ্ত বস্তায় মণ্ডলেশ্বর ইহা দেখিয়া থাকিবেন, এজন্য আমি পীড়ার ছল করিয়৷ ইহা তোমাক দিতে আসিয়াছি, অতএব মহীপাল অঙ্গুরীয়ক দেখিতে চাহলে তুমি তাহাকে দেখাইবা, ইহা বলিয়া নিজ বাসস্থানে প্রস্থান করিলেন । অনতিবিলম্বে মহীপাল মহিষীর সহিত সাক্ষাৎ করিতে আইলে যুবতী সন্ত্রমে গাত্রোথানপূর্বক আসন প্রদান করিলেন, অনন্তর উভয়ে কিয়ংকাল অন্যান্য কথোপকথন করিয় রাজ কহিলেন প্রিয়ে! তোমার বিবাহাঙ্গুরীয়কদেখিতে আমার অত্যন্ত ইচ্ছা হইয়াছে অতএব আমাকে তাহ একবার দেখাইতে হইবে, রাণী কহিলেন নাথ ! আপনি কি নিমন্ত অদ্য ঐ অঙ্গুরীয়ক দেখিতে উৎকণ্ঠিত হইয়াছেন, ভূপতি কহিলেন, তন্টে আমি गप्रुश श्वाश्व इंडेर, ३शःङ भश्गैि शृथ्श्डेड ग्ने अन्त्रीशक অনিয়ন করিয়া চক্রেশ্বর হস্ত প্রদান করিলেন, রজ কিয়ংকাল ঐ অঞ্জুরী নিরীক্ষণ করিয়া কহিলেন, রাঙ্কি! আমার সেনাপতির হস্তে এইরূপ এক অঙ্গুরীয়ক দেখিয়া আমার সন্দেহ হইয়াছিল, মহিলাকহিল, মহারাজ ! দুই বস্তু এক প্রকার হইতে পারে, কারণ 5