পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । १¢ স্তুর অপনি টেবিলের নিকট বসিয়া ছদ্মবেশিনী রাণীকে বসিতে আদেশ করিলেন এবং বিশেষ বীক্ষণ করিয়া মনেই বিবেচন৷ করিলেন যে এই আমার রাজ্ঞী হইবে কিন্তু তাহার বৈদেশিক বসন ভূষণ দেখিয়া কিছুই স্থির করিতে পারলেন না, ভোজ! নান্তে সেনাপতি যুবতীকে এক গান করিতে কহিলে তিনি এক গান আরম্ভ করলেন, তংশ্রবণে রাজ চমৎকৃত হইয় নিশ্চয় করিলেন যে এই আমার সেই প্রেয়সী মহিষী হইবে, কিন্তু তাহাই বা কিপ্রকারে বিশ্বাস করিব, কারণ আমি তাহাকে রুদ্ধ করিয়া স্বয়ং চাবী রাখিয়াছি। রাজা এই বিষম চিন্তীর্ণবে পতিত হইলেন এবং অবশেষ ধৈর্য্যাবলম্বনে অশক্ত হইয়া কহিলেন, আমার মনঃ অত্যন্ত ব্যকুল হইয়াছে, অতএব আমি ত্বরায় বাটতে গমন করিব, সেনাপতি কহিলেন, মহারাজ! আপনি কি নিমিত্ত এমত উত্তরল হইয়াছেন? রাণী কিঞ্চিংভীত হইয়| কহিলেন, মহারাজ! কিয়ংকাল বিলম্ব করিলে মাস্করেডনামক ক্রীড়া আরম্ভ করিয়া আপনাকে সন্তোষ করিতে পারি, ইহাতে পৃথ্বীপতির পূর্বাধিক সন্দেহ বৃদ্ধি হইলে তিনি ক্রোধপূর্বক কহিলেন, টেবিল উত্তোলন কর, আমার মনঃস্থির নহে, আমি এইক্ষণেই ভবন গমন করিব, সেনাপতি নরপতিবাক্য শিরোধারণপূর্বক কহিলেন, মহারাজের শুভাগমনে আমি চরিতার্থতা প্রাপ্ত হইলাম ইহা বলিয়া চক্রেশ্বরকে বিদায় করিলেন। রাজা মন্ত্রির বাসস্থানহইতে বহির্গত হইয় মহিষী আপন অন্তঃপুরে আছেন কি না ইহার অমুসন্ধানর্থ শীঘ্ৰ তথায় গমন করিলেন, ইতিমধ্যে রাণী ঐ গুপ্ত দ্বারদিয়া আপন ভবনে প্রবেশপূৰ্ব্বক উক্ত বস্ত্রাভরণ পরিভ্যাগ করিয়া রাজকীয় বসন छ् २