পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ সপ্তাচার্য্য উপাখ্যান । পরিধান করিলেন, পরে রাজা অন্তঃপুরে প্রবিষ্ট হইয় দেখিলেন যে রাণীর যে বস্ত্র পরিধান ছিল তাঁহাই রহিয়াছে, তদৃষ্টে র্তাহার মনের সকল অন্ধকার দূর হইল, অনন্তর রাণীকে আলিঙ্গন করিয়া কহিলেন, গ্রিয়ে! আমার সেনাপতির স্বদেশহইতে এক পরম রূপবতী এবং গুণবতী কামিনী আসিয়াছে তন্নিমিত্তে মন্ত্রী অামাকে অদ্য নিমন্ত্রণ করিয়াছিল, ঐ বামলোচনা অবিকল তব সদৃশ কিঞ্চিম্মাত্র প্রভেদ বোধ হইল না, ইহাতে আমি বিস্ময় হইয়া সন্দেহপ্রযুক্ত তোমাকে দেখিতে আসিয়াছি, রাজ্ঞী কহিলেন, নাথ ! তোমার এরূপ সন্দেহ করা অতি অকৰ্ত্তব্য, কারণ তুমি আমাকে এমত দৃঢ় গৃহে রুদ্ধ রাখিয়াছ যে মনুষ্যেয় কথা দূরে থাকুক পতঙ্গও প্রবিষ্ট হইতে পারেন, আর এক দিবস মন্ত্রিহস্তে মম বিবাহাঙ্গুরীয়ক সদৃশ এক অঙ্গুরীয়ক দেখিয় আমার প্রতি মহারাজের অবিশ্বাস হইয়াছিল, বোধ হয় তাহাও আপনার স্মরণ থাকিবে । আর আমাকে এরূপ অবস্থায় রাখিয়াও আপনার মনের দ্বিধা দূর হইল না, অতএব তিন দিবসের মধ্যে যদি আমাকে এই কার হইতে মুক্ত না করেন তবে আমি নিশ্চয় আত্মহত্য হইব, রাজ৷ কহিলেন, তোমার প্রার্থন প্রকৃত বটে, কিন্তু আর কিছুকাল এঅবস্থায় থাকিতে হইবে, তুমি পুত্রবতী হইলেই তোমাকে মুক্ত করিব ইহা বলিয়া প্রেয়সীর নিকট বিদায় লইয়া গমন করিলেন । ইহার দিবসদয় পরে সেনাপতি জনপতিকে কহিলেন, বহু দিবস হইল আপনার দাসত্ব স্বীকার করিয়াছি, এইক্ষণে স্বদেশে যাইবার অভিলাষ হইয়াছে, অতএব মহারাজের নিকট অামার প্রার্থন এই যে মম দেশস্থ রমণীর সহিত আমার পরিণয় |