পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। ११ প্রদান করেন তাহা হইলে আমি মহারাজের নিকট যাবজ্জীবন বিক্রীত হইয় থাকিব, রাজা সম্মত হইয়া কহিলেন, তুমি যদি ইহা অপেক্ষ উৎকৃষ্ট প্রার্থনা করিতে তাহতেও আমি অস্বীকার হইতাম না । বিবাহের দিবস আগত হইলে পর রাজ সুসজ্জিত হইয় স্বয়ং পুরোহিত সমভিব্য হারে দেবালয়ে আগমন করিলেন, রাণীও সেনাপতির দেশাচার মত বস্ত্রীলঙ্কারে ভূষিত হইয়। উক্ত মন্দিরে উপস্থিত হইলেন, অনন্তর পুরোহিত রাজাকে জিজ্ঞাসা করিলেন, এই কন্যাকে কি মন্ত্রিকে দান করিতেছেন? রাজা উত্তর করিলেন, আমি এই শশিমুখীকে সরলান্তঃকরণে প্রিয় সখীকে সম্প্রদান করিতেছি, ইহা বলিয়া স্বহস্তে মহিষীর হস্ত ধারণ পূর্বক সেনাপতির হস্তে প্রদান করিলেন এবং পুরোধাও মন্ত্রপূত করিয়া বিবাহ সমাধা করিলেন। - বিবাহাঙ্গ সঙ্গে হইলে সেনানী নিবেদন করিল, মহারাজ ! আমার স্বদেশ গমনার্থ এক অর্ণবপোত প্রস্তুত হইয়াছে, অতএব আপনি অনুমতি করিলে সস্ত্রীক হইয়া স্বদেশে গমন করি, রাজা তাহর প্রার্থনায় সম্মত হইয় আপনি অগ্রসর পুরঃসর জলধিযানের সমীপে গেলেন এবং আশীৰ্ব্বাদ করিয়া কহিলেন, পরমেশ্বরের কৃপায় তোমরা নিরাপদে স্বদেশে উপনীত হইব । অনন্তর অর্ণবযান দৃষ্টি পথের বহির্ভূত হইলে রাজা মহিী মন্দিরে প্রবেশপূর্বক ইতস্ততঃ অন্বেষণ করিয়া দেখিলেন, যে রাণী তথায় নাই এবং অবশেষ ঐ গুপ্তদ্বার দেখিয়া নিশ্চয় করিলেন যে সেনাপতি আমাকে প্রবঞ্চনা করিয়| গিয়াছে, හු ඊ