পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ の সপ্তাচার্য্য উপাখ্যান । অতিশয় ভাল বাসিতেন, এক দিবস উভয়ে শতরঞ্জ ক্রীড়া কৰিতেই অকস্মাং যুবতীর হস্তে আঘাত হইলে কিঞ্চিৎরুধির নির্গত হইল, তদৃষ্টি তাহার স্বামী মৃচ্ছ প্রাপ্ত হইলেন, পরে যুবতী ভমুখে জীবন প্রদান করিলে কিয়ংকাল পরে তাহার চৈতনা হইল, কিন্তু তদুপলক্ষেই তাহার মৃত্যু হইল, অনন্তর তাহার অন্ত্যেষ্টি ক্রিয় সমাধা হইলে, প্রিয় দৃঢ় প্রতিজ্ঞ করিল যে বরং এই কবরে দেহ পতন করিব কিন্তু কদাচ আর গৃহে গমন করিব না । তাহার আত্মীয় স্বজন তাহকে ভবনে আনয়ন জন্য নানাবিধ উপায় চেষ্টা করিয়া দেখিলেন, কিন্তু কিছুতেই তাহার মতান্তর হইল না অবশেষ তাহার এক কুটার নির্মাণ করিয়া তন্মধ্যে তাহকে রাখিয়া আইলেন, এবং মনে২ বিবেচনা করিলেন, যে কিয়ংদিবস পরে অবশ্য গৃহে প্রত্যাগমন করবে। ঐ নগরের এই নিয়ম ছিল যে কোন দোষির প্রাণ দণ্ড হইলে নগরস্থ সরিফ ঐ শবকে সমস্ত রজনী রক্ষা করিবেন, কিন্তু উক্ত দেহ হরণ হইলে তিনি ধন প্রাণ সৰ্ব্বস্ব হারাইবেন। সাধুর লোকান্তরের দিবস কতিপয় পরে এক দোষির প্রাণ দণ্ড হইলে সরিফ সেই দেহ রক্ষা করিতে লাগিলেন, কিন্তু শীতের প্রাদুর্ভাবে মৃত্যুপ্রায় হইয়া রহিলেন, পরে দেখলেন যে মন্দির নিকটস্থ এক পর্ণশালাহইতে ধুম নির্গত হইতেছে ইহাতে ঐস্তানে উপস্থিত হইয় দ্বারে আঘাত করিতে লাগিলেন, তংশ্ৰবণে দুঃখিনী কামিনী জিজ্ঞাসা করিল,তুমি কে?কিনিমিত্তে আমার দ্বার আঘাত করিাতছ? সরিফ উত্তর করিল, আমি নগরস্থ সরিফ, অত্যন্ত শীতাৰ্ত্ত হইয় অগ্নি সেবনাৰ্থ তোমার নিকট আসিয়াছি, যুবতী কহিল,আমার শঙ্ক৷এই যে পাছে তুমি মম দুরবস্থার বিষয়