পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । b-> জিজ্ঞাসা করিয়া শোকানল প্রদীপ্ত কর, সরিফ কহিল, আসি শপথ করিতেছি যে তোমার যাহাতে দুঃখ বোধ হইবে এমত বাক্য কদাচ উল্লেখ করিব না। অনন্তর অগ্নির উত্তাপে শীত দূর হইলে তিনি কহিলেন, হে সতি! তোমার অনুমতি হইলে আমি এক কথা জিজ্ঞাসা করি, সাধুপত্নী কহিল, কি কথা ব্যক্ত কর, ইহাতে তিনি কহিলেন, তোমাকে পূর্ণযৌবন কামিনী দেখিতেছি, তুমি বাটতে ন থাকিয় কি নিমিত্তে এখানে এমত দুঃখে কাল যাপন করিতেছ, ইহাতে ঐ স্ত্রী কহিল, তুমি আমার সকল বিবরণ জ্ঞাত হইলে এমত বাক্য প্রয়োগ করিতে না, পরে তাহাকে পূৰ্ব্বাপর সমস্ত অবগত করাইলেন, সরিফ তাহাকে এমত পতিপরায়ণ দেখিয়া নানা প্রকার প্রশংসা করিয়া কহিলেন, তোমার দুঃখ দেখিয়! আমি অত্যন্ত দুঃখিত হইলাম, অবশেয বিদায় লইয়া ফাঁসি কাঠের নিকট উপস্থিত হইয় দেখিলেন যে শব তথায় নাই, ইহাতে তিনি অত্যন্ত ব্যাকুল হইয়! উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিতে ঐ বিধবা সাধুপত্নীর নিকট গমন করিয়া কহিলেন, হায়! অমীর কি দশা হইবে, যুবতী কহিল, তুমি কি নিমিন্ত এমত বাতুল প্রায় হইয়া রোদন করিতেছ। সরিফ কহিল, নগরের নিয়ম এই যে যদি কোন দোষী ব্যক্তি কঁসি কণ্ঠহইতে চরি যায়, তবে সরিফের ধন প্রাণ সৰ্ব্বস্ব রাজ হস্তগত হইবে, অতএব যখন আমি এখানে অসিয়াছিলাম, ঐ অবসরে তস্করের শব ক্ষরি করিয়াছে, এইক্ষণে উপায় কি दव्त, সাধুপত্নী তাহাকে পরমসুন্দর পুরুষ দেখিয়া কহিল, তুমি রোদন সম্বরণ করিয়া আমার পরামর্শমুসার কৰ্ম্ম কর, তাঙ্গ হইলে অনায়াসে এবিপদ হইতে মুক্ত হইতে পারিবা, তিনি