পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ সপ্তাচার্য্য উপাখ্যান । কহিলেন, কি উপায় আছে বল, যুবতী কহিল, তুমি যদি আমাকে বিবাহ করিতে স্বীকার কর তবে আমি ইহা ব্যক্ত করি, সরিফ উত্তর করিল, তুমি আমার প্রাণ রক্ষা করিলে যে তোমাকে বিবাহ করিব ইহা অপেক্ষ আমার ভাগ্য কি ! অনন্তর পরস্পর পরমেশ্বরকে সাক্ষী করিয়া বাগদান করিলে সাধুপত্নী কহিল, মম স্বামিকে এই কবরহইতে উত্তোলন করিয়া দোষির পরিবর্তে ফাসি কাঠোপরি রাখিয়া আইস, সংপ্রতি র্তাহার মৃত্যু হইয়াছে, কেহ অনুভব করিতে পরিবে না, সরিফ তাহার পরামর্শাহুসারে তৎস্বামিকে কবরহইতে বহিষ্কৃত করিয়া কহিলেন, দোষির সম্মুখের দুই দন্ত ছিল না এজন্য আমার আশঙ্ক এই যে কি জানি ইহা দ্বারা যদি প্রকাশ হয়, সাধুপত্নী কহিল, এক প্রস্তর লইয়া উহার সম্মুখস্থ দন্তদ্বয় ভগ্ন কর, সরিফ কহিলেন, প্রেয়সি ! আমার অত্যন্ত দয়া হইতেছে আমি একৰ্ম্ম করিতে পারিব না, যুবতী কহিল, ইনি আমার প্রিয়পতি ছিলেন বটে, কিন্তু তথাপি তব প্রেমাকাংক্ষিণী হইয় একৰ্ম্মে প্রবৃন্ত হইতেছি, ইহা বলিয়| এক শিলার আঘাতে দই দন্ত ভগ্ন করিয়া কহিলেন এইক্ষণে দোযির পরিবর্তে তথায় রাখিয় আইস । ইহাতে সরিফ দুঃথিতান্তরে কহিলেন, এইক্ষণে উপায় কি? দোষির প্রাণ দণ্ডের পূৰ্ব্বে যথোচিত প্রহরপূর্বক দুই কৰ্ণ ষ্টেচন করা হইয়াছিল, তৎশ্রবণে দুষ্ট কহিল, তোমার ছুরিকা আমাকে দেহ তব প্রেমপাশে বদ্ধ হইয়। অামি ইহাও করিতে প্রস্থত আছি, অনন্তর উক্ত অস্ত্রদ্বার কর্ণদ্বয় চ্ছেদন করিলে, সরিফ তস্করের বিনিময়ে তাহ তথায় রাখিয় আইলেন, এইরূপে আসন্ন বিপদোত্তীর্ণ হইয়া উভয়ে পরম সুখে কালযাপন করিতে লাগি