পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। ケ\り লেন, ইহা কহিয়া শিক্ষক পশ্চাল্লিখিত কতিপয় পংক্তি বস্তৃত৷ করতে লাগিলেন। তাৎপর্য্য । মহারাজ ! স্ত্রীজাতির মনঃ স্বভাবতঃ ঢপলাবৎ চঞ্চল, বিশেযতঃ যখন তাহার স্মরশরে অধীরা হয়, তখনকার কথা আর কি বলব, অতএব তাহদের বাক্যে সম্পূর্ণ বিশ্বাস করা যুক্তিযুক্ত নহে, আমার বোধ হইতেছে যে রাজ্ঞীর তাদৃশী দশ উপস্থিত হইয়াছে, তিনি পূৰ্ব্বে রাজকুমারের প্রেমান্থরাগিণী হইয়া থাকিবেন কিন্তু উক্ত আশায় নিরাস হইয়। এইক্ষণে দ্বেষ প্রকাশ করিতেছেন, সে যাহা হউক, এইক্ষণে সে সব কথা উল্লেখের আবশ্যক নাই, কারণ কল্য অমর রাজপুত্রপ্রমুখীং সবিশেষ জ্ঞাত হইব ইহাতে ভূপতি নিরস্থ হইলে আচাৰ্য্য নিজ আবাসে গমন করিলেন । - রজনী আগত হইলে চক্রেশ্বর শয়নাগারে গমন করিলেন কিন্তু মনের চাঞ্চল্যপ্রযুক্ত প্রায় সমস্ত যামিনী জাগরুক থাকিলেন, পরে প্রত্যুষে কিঞ্চিৎ নিদ্র আকর্ষণ হইবামাত্র স্বপ্ন দেখিলেন, যে দুগ্ধফেশবং এক শ্বেত কপোত আসিয়া নিকটে উপস্থিত হইল, রাজা আহলাদিত হইয় তাহাকে পালন করিতে লাগিলেন, অনতিবিলম্বে এক অহিক দৃষ্টিগোচর হইল, রাজা তাহাকে সুদৃশ্য দেখিয়া স্নেহ বশতঃ কখন বক্ষঃস্থলে কখন পাশ্বে রাখিতে লাগিলেন, ঐ সপী কপোতের রূপ লাবণ্যে মেহিত হইয়। তৎসহিত প্রেম সম্ভাষণ করিতে ইচ্ছা করিলেন কিন্তু কপোত তাহাকে রাজপ্রিয় জানিয়া অত্যন্ত মান্য করিত, সুতর:ং অস্বীকৃত হইলে ভুজঙ্গ বলপূৰ্ব্বক তাহার মুখে চম্বন করিলেন, ইহাতে কপোত শঙ্কিত হইয়া পলায়ন করিতে লাগিল,