পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য উপাখ্যান। Ꭽ☾ ব্যাহারে আগমন করিলেন, রাজসভায় উপনীত হইলে পর নৃপতি ডাওক্লিসিয়ানের বকৃত প্রবণার্থে মুখ্য মন্ত্রি এবং সন্ত্রান্ত লোক সকলকে আহ্বান করিলেন, অনন্তর সভান্থ সমস্ত ব্যক্তি নিরস্ত হইলে পর রাজপুত্ৰ কহিলেন মহারাজ! মম আত্মরক্ষার পূৰ্ব্বে প্রার্থন এই যে রাজী এবং তৎ সহচরীদিগকে সভায় আনয়ন করুন, রাজা মহিষীকে সভায় আসিতে আদেশ করিলে তিনি বয়স্যাগণ সংহতি রাজসভায় উপস্থিত। হইলেন, অনন্তর নৃপাঙ্গজ কহিলেন, তাত । রাণী এবং তৎপরিচারিকাগণকে আমার সম্মুখে শ্রেণীবদ্ধ হইয় দণ্ডায়মান থাকিতে আজ্ঞ করুন, পরে তাহার রাজ আজ্ঞানুসারে সম্মুখে শ্রেণীবদ্ধ হইলে নৃপসুত কহিলেন, মহারাজ ! ঐ নীলাম্বর পরিধান যে তব প্রিয়ার প্রিয়সখী তাহাকে বিবস্ত্র করুন তাহা হইলেই সবিশেষ জ্ঞাত হইবেন। - প্রিখ্ৰীপতি কহিলেন, বৎস! স্ত্রীলোককেসভামধ্যে উলঙ্গ করিলে অবনী অপযশে পুর্ণ হইবে, অতএব ইহা কি প্রকারে কৰ্ত্তব্য হইতে পারে? রাজপুত্র উত্তর করিলেন, পিতঃ ! যদি এই ছদ্মবেশ রমণী প্রকৃত রমণী হয় তবে এই লজ্জাপযশঃ আমার হইবে নচেং মহিষীই এই উভয়ের পাত্ৰী হইবেন, অনন্তর তাহাকে বিবস্ত্র। করিবামাত্র পুংচিহ্ন দেখিয়া সভাস্থ সমস্ত ব্যক্তি চমৎকৃত হইলেন, নৃপাঙ্গজ কহিলেন, মহারাজ! এই দুরীয় লম্পট অপনাকে প্রতারণা করিয়া এতদিবস মহিষীর সহিত রস প্রসঙ্গে কাল যাপন করিতেছিল, কিন্তু মহারাজ ইহার বিন্দুবিসর্গও জ্ঞাত নহেন। দৃষ্টিমাত্র রাজা ক্রোধে উন্মত্তপ্রায় হইয়। রাণী এবং তৎসহচরীবর্গকে অবিলম্বে অগ্নিতে ভস্মসাৎ করিতে আজ্ঞা প্রদান