এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজনু । brᎼ যার অাশে বেঁচে আছি ত্যজিব ন! তারে } "দণ্ডির কারণে মের দহিতেছে মন । 3. তাহার বিরহে অার না রহে জীবন ৷ যে করে আমার মন কহিব কাহারে । যে জানে আমার মন চাহি আমি তারে }} যা যান ত কর দ্রত ত্যজিয়ে অামায় । তোমাদের আর কিছু না রহিবে দায় । ওগো পিতা মোরে তুমি দেহ বনবাস'। কি ভয় দেখাও মোর নাহি কিছু আশ। কলঙ্ক হয়েছে মম মজলুর কারণে । জেনে শুনে অন্য বর অনিলে কেমনে ॥ বিভা দিতে চাহ মোরে আনি অন্য বর } মম প্রাণ বরে চাহু করিতে অন্তর। এ ৰূপ কে করে বল পৃথিবী ভিতর । ত্যজি পতি করে উপপতি সমাদর। কার পিতা মাত ফল আছিয়ে এমন । কন্যারে কুলট করে না শুনি কখন ॥ যত দিন আমার থাকিবে এ জীবন। মজুহু বিনা অন্যে মোর নাহি প্রয়োজন ॥ বারবার আর না করিহ জ্বলাতন । মজুম্ব বিরছে মোর দহিছে জীবন ৷