পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏక जब्रजां भख्र 1 মঙ্গহর নিকটে সাধু কতৃক এক দুতী প্রেরণ । - -سچسوچسه - দুহিতার এ উত্তর করিয়ে শ্রবণ । অধোবদনেতে সাধু ভবেন তখন । প্রাচীন রমণী এক ছিল সে নগরে। তাহার অসাধ্য ক্রিয় নাহি চরাচরে । কত শত স্বরূপিণী কুলৰধুগণ । দেখিতে,ন পায় যার রবির কিরণ ॥ তাহারাও তার মিষ্ট বচনেতে ভুলে । অনায়াসে তার বাক্যে কালী দেয় কুলে । উপপতি পরায়ণ যত নারী চয় । সমাদর করে তারা তারে অতিশয় | আহ কিবা গুণ তার বলিহারি যাই । কথা কয় ঠিক যেন ব্রজের বড়াই । কথার কৌশলে কন্তু বিচ্ছেদ ঘটায়। ’ করে নড়ি করি বুড়ী যথ তথা যায় । সেই রমণীরে সাধু আনি ডাক দিয়ে । স্বমধুর ভাষে ভাষে আদর করিয়ে ॥ শুন শুন ওগো মেয়ে কহি তব কাছে । তোমার অসাধ্য কিবা ত্রিভুবনে আছে ৷ ক্তৰ গুণ আমার নহেক অগোচর ।