এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>8 লয়লা মজনু । তব প্রিয় ষীছমণি ভুলেছে তোমায় ! প.ইয়ে নবীন পতি তোমারেন। চায় ৷ নারী রীত বিপরীত বুঝা নুহি যায় । নারীর মনের কথা কেবা তত্ত্ব পায় । মুখে এক মনে আর করে কত ছল। মুখেত নারীরে বলে অবল। সরলা । পূৰ্ব্বে তারে প্রাণপণে সপেfছল প্রাণ । এবে অন্য পতিরত। এ কোন বিধান ॥ আমার আমার তুমি কৃরহ যাহারে । ভুলে একবার সেতে। ন ভাবে তোমারে। স্বপসুত লয়ে সদ। তোমার প্রেয়সী। দি । নিশি একাসনে থাকে সুখে বসি । অতএব মিছে কেন ভাবি সে রমণী । আপনার ততু কালী কর ষা দুমণি ৷ তার অংশ ত্যজি বাছ মন কর স্থির । পরের কারণে কেন নেত্ৰে বহে নীর । অঙ্গন চরিত্র অামি জানি ভাল ৰূপ । নারীর অন্তর হয় হুলাহল কুপ ॥ জ্ঞানিজন বিচক্ষণ সুধীর ধীমান । রমণীর প্রতি কচু নাহি দেয় প্রাণ ৷ নারীর চরিত্র বtছ। অতি চমৎকার ।