এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজুহু । তোমার লাগিয়ে, স্বজন ত্যজিয়ে, করি হে বিজনে বাস । নাহি মৃ ভয়, সদা মন দয়, বিষম প্রেম হুতাশ ৷ তোমার বিহনে, কি কাজ জীবনে, জীবনে ত্যজিব তায় । তব অাশা করি, অাছি প্রাণ ধরি, "কি তা: কব তোমায় ॥ fপরীতের ড়োরে, বাধিয়াছ মোরে, সপেছি তোমারে প্রাণ । কেবল এখন, রেখেছি জীবন, তোমারে করিয়ে ধ্যান । হায় হায় হয়, বুক ফেটে যায়, বিরহ অনল জ্বলে । * শুন প্রাণধন, নহে নিবারণ, . বাপ দিলে সিন্ধু জলে । মন দুঃখ যত, জনি সে তাবত, তুমি মোর মন চোর। তোমার লাগিয়ে, জগত্ জুড়িয়ে, কলঙ্ক রটিল মোর । রুয়েছি পহনে, বিষাদিত মনে,