পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ লয়লা মজুত্ব । তাহারে লইয়ে সুখে রবে অহরহ । অমোদ প্রমোদ করি সে প্রমদা সঙ্গে । সতত থাকিবে গৃহে প্রেম রস রঙ্গে । লয়লারে কিবা কাজ ধর হে বচন । স্বজনে করহে তুষ্ট গিয়ে স্বভবন । দুঃথানল সবার জ্বলিয়ে উঠে মনে । গৃহে গিয়ে.সবে তুষ্ট করহে এক্ষণে । বেদে কেদে হল অন্ধ পিতা মাত তব । কাননে রহিলে তুমি একি অসম্ভব । বলচরে কবে তব বধিবে জীবন । কেন করিয়াছ তুমি বাসন এমন ॥ স্বজন প্রতি মজুত্র উত্তর । স্বজন বচন, করিয়ে শ্রবণ, নবীন রমণ, মজুম কহে । প্রিয়ার কারণ, সদ1 সৰ্ব্বক্ষণ, মম মন বন, খেদেতে দহে ॥ কিবা প্রয়োজন, গ্লুছার জীবন, ত্যজিব এখন, ডুবিয়ে বনে । প্রেমলী কারণ, ছাড়িয়ে স্বজন, বিষাদিত মন, রয়েছি বনে ॥