এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজুনু । ** > অামার কারণে প্রাণ ধর যোগিবেশ । বনে বনে ভ্রম ত্যজি স্বজৰ স্বদেশ ॥ চিরদিন তৃষ্ণাতুর অছি তুমি প্রাণ । আজি সুখে করহ মিলন সুধ পান । , যৌবন রাজ্যেতে মম তুমি হে ভূপতি। পয়োধর আদি তায় প্রজ1 শান্ত মতি । অরাজক হয়ে তারা হয় অতি দীন । কত শত বিপদ ঘটিছে অনুদিন ॥ আজি কর কমল প্রসারি প্রাণপতি । আশ্বাস প্রদান কর তাহাদের প্রতি । তবেত ভরসা হয় যতেক প্রজার। নতুবা উচ্ছিন্ন হবে এ রাজ্য তোমার ॥ সপেছি যৌবন রাজু্য অামি হে তোমায় । যাই। ইচ্ছ। তাহ কর আপিন ইচ্ছায় ॥ দুঃখিনীর প্রতি দৃষ্টি কর একবার । অদ্যাবধি তব আশে আছে প্রাণামার । মজনু কহে শুন সতি রসবতি প্রিয়ে । তব দরশনে মম জুড়াইল হিয়ে । , তব প্রেমব্রতী প্রভু করিলা আমায় । হলাম বিপিন বাসী তোমার আশায় } কেবল তোমার ধ্যানে অনুরক্ত মন ।