এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>○家 লয়লা মজনু । কেবল তোমারে চায় দেখিতে লোচন । শ্রবণ কেবল শুনে তোমার বচন । বদন তোমারে চায় করিতে বর্ণন ॥ তাম ভিন্ন কিছু আমি নাহি চাহি অরি শুদ্ধ হইয়াছি সিদ্ধ প্রেমেতে তোমার ! এই কর যেন প্রিয়ে ভুল না আমায় । পূৰ্ব্বদরাগ হয়ে প্রেম যেন অগ্রে যায় ॥ "াদি হয় আমাদের পিরীতি ভঞ্জন । প্রভুর গোচরে লজ্জ পাইব দুজন । আশা অীtছ মনে পরকালে তব সহ । দেখা হবে একত্রেতে রব অহরহ ॥ বিরহে বিরহে আর রহে কি জীবন । অনুমান করি শীঘ্র হইবে নিধন । অতএব বিধুমুখি কি কহিব আর । আশা আছে অন্তে হবে মিলন দোহার ॥ হেন কালে সদাগর সহ সহচর । আসিতেছে সেই পথে হইয়ে সত্ত্বর ॥ হেরিয়ে মজুন কহে ওই দেখ প্রিয়ে । আসিছেন তব পিতা তোমার লাগিয়ে ॥ আর এথা থাকা মোর উচিত না হয় । ৰাওঁ প্রিয়ে পিতৃ সহ আপন অালয় ॥